আন্তর্জাতিক

ইশহাক দারের ঢাকা সফর স্থগিত, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন

Ishaq Dar's Dhaka visit postponed, diplomatic tensions rising

Truth Of Bengal: ভারতের বন্ধু ভাবা হতো বাংলাদেশকে। কিন্তু সময় বদলেছে। এখন অনেকেরই প্রশ্ন, পাকিস্তানের দিকেই কি ঝুঁকছে ঢাকা? একদিকে হিন্দুদের উপর নির্যাতনের খবর নিয়মিত আসছে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে বাংলাদেশের। গোপনে চলছে নানা ধরনের আলোচনা ও বৈঠক।

এমন পরিস্থিতির মধ্যেই ২২ এপ্রিল ভারতের কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয়। এই হামলায় নিহত হন ২৫ জন পর্যটক ও এক স্থানীয় যুবক। গোটা বিশ্ব এই হামলার নৃশংসতায় স্তব্ধ। এর জবাবে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিকভাবে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। এই পরিস্থিতির প্রভাব এবার পড়ল বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কেও।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশহাক দারের আসন্ন বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হয়েছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, ‘‘অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে’’ ২৭-২৮ এপ্রিলের সফর সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে আলোচনার মাধ্যমে নতুন তারিখ ঠিক হবে।

প্রসঙ্গত, ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকায় এসেছিলেন। তারপর এতদিন কোনও পাক বিদেশমন্ত্রী বাংলাদেশ সফরে আসেননি। কিন্তু এখন দৃশ্যপট বদলেছে। শেখ হাসিনার পতনের পর ইসলামাবাদ বাংলাদেশের রাজনীতিতে আরও সক্রিয় হতে চাইছে। সেই কারণে ইশহাক দারের সফর ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

ইশহাক দারের সফরের আগে ১৭ এপ্রিল ঢাকায় এসেছিলেন পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচ। তিনি বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসীমউদ্দিন, প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এবং বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বিশ্লেষকরা বলছেন, ভারতের পক্ষ থেকে নেওয়া কূটনৈতিক ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর পর পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক নতুন করে বিশ্লেষণের বিষয় হয়ে উঠেছে। ভারতও এখন ঘনিষ্ঠভাবে নজর রাখছে ঢাকা-ইসলামাবাদ সম্পর্কের উপর।

এছাড়া, ইউনুস সরকারের আমলে বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে বলেও অভিযোগ উঠছে। জেল থেকে ছাড়া পেয়েছেন আনসারুল্লা বাংলা টিমের প্রধান জসীমউদ্দিন রহমানি। যিনি এখন ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে আশঙ্কা করা হচ্ছে। এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানি সংগঠনের সম্পর্কও রয়েছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আবহে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এখন দেখার, ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মাঝে বাংলাদেশ কী অবস্থান নেয়।

Related Articles