আন্তর্জাতিক

ভারতের চাপ বাড়াতে পহেলগাঁও ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চাইছে পাকিস্তান?

Is Pakistan seeking third-party intervention in the Pahalgam issue?

Truth of Bengal: সম্প্রতি পহেলগাঁও হামলা ও ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে বড়সড় ইঙ্গিত দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রথমবার মুখ খুলে তিনি বললেন, “পহেলগাঁও হামলা নিয়ে যদি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হয়, তাহলে পাকিস্তানের কোনও আপত্তি নেই। তবে ভারত বাড়াবাড়ি করলে আমরা চুপ করে থাকব না।”

জানা গেছে, পহেলগাঁও হামলার পেছনে পাকিস্তানের মদত রয়েছে, এটা একপ্রকার পরিষ্কার হলেও, পাকিস্তান সরকার বরাবরের মতো তা অস্বীকার করে আসছে। ইসলামাবাদের দাবি, এই হামলায় পাকিস্তানের কোনও হাত নেই এবং লস্কর-ই-তইবা-ও নাকি এখন নিষ্ক্রিয়। পাক সরকার ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে—দিল্লি কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করছে এবং নিজেদের গোয়েন্দা ব্যর্থতা ঢাকতে এভাবে কাজ করছে। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ আগেই বলেছিলেন, “আমরা নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত চাই।”

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও একই সুরে বললেন, “আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। তবে শান্তির মানে এই নয় যে, আমাদের সুরক্ষায় আঘাত এলে আমরা চুপ করে থাকব।”

পাকিস্তান বারবার অভিযোগ করছে, ভারত ইচ্ছে করে পহেলগাঁও হামলাকে ব্যবহার করে দক্ষিণ এশিয়ায় অস্থিরতা তৈরি করছে। শাহবাজ শরিফের কথাতেও সেই ইঙ্গিত মিলেছে।

তবে প্রশ্ন উঠছে, পাকিস্তান কি ভারতের ওপর চাপ বাড়ানোর জন্য এই নিরপেক্ষ তদন্তের দাবি তুলছে? আমেরিকা, চিন বা মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলির সহায়তা চাইছে? উল্লেখযোগ্য, ১৯৭২ সালের শিমলা চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়ে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সুযোগ নেই। তবে পাকিস্তান ইতিমধ্যেই সেই চুক্তি মানতে অনীহা প্রকাশ করেছে।

Related Articles