আন্তর্জাতিক

সাইবার হানার কবলে ইউরোপ? আচমকা অন্ধকারে স্পেন-পর্তুগাল-ফ্রান্স

Is Europe under Cyber Attack? Spain, Portugal and France in the dark

Truth of Bengal: সোমবার বেলার দিকে আচমকাই অন্ধকারে ডুবে যায় স্পেন ও পর্তুগাল। বিশাল বিদ্যুৎ বিভ্রাট হয় দুই দেশে। ফলে পর্তুগালের কয়েক লক্ষ মানুষ এবং স্পেনের বহু মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

মাদ্রিদ সহ বেশ কয়েকটি শহরের বিমানবন্দরেও বিমানের ওঠানামা বন্ধ হয়ে যায়। বাসিন্দারা জানান, মোবাইল নেটওয়ার্কও কাজ করছিল না। মেট্রো চলাচল স্তব্ধ হয়ে পড়ে, হাজার হাজার যাত্রী মাঝপথে আটকে যান। এমনকি হাসপাতালগুলিও অন্ধকারে ডুবে যায়। শুধু স্পেন-পর্তুগাল নয়, পাশাপাশি ফ্রান্স ও বেলজিয়ামের কিছু শহরেও বিদ্যুৎ চলে যায়।

এই ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। স্পেনের দুটি বড় বিদ্যুৎ সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে। ইউরোপিয়ান বিদ্যুৎ গ্রিডে কোনো সমস্যা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে, যার প্রভাব চারটি দেশে পড়ে।

পর্তুগালের বিদ্যুৎ সংস্থা রেন জানায়, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমের আলারিক পর্বতে অগ্নিকাণ্ড হয়েছে। ফলে পারপিজিনান ও নারবোন পর্বতের মাঝের উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হয়।

তবে বিদ্যুৎ বিপর্যয়ের নেপথ্যে সাইবার সন্ত্রাসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। বিশেষজ্ঞরা এখন সেই দিকটিও খতিয়ে দেখছেন।

Related Articles