মার্কিন মুলুকে ফের মৃত্যু ভারতীয় পড়ুয়ার, তদন্তে মার্কিন পুলিশ
Indian student dies again in US, US police investigate

The Truth Of Bengal: ফের আমেরিকায় মৃত্যু হল ভারতীয় পড়ুয়ার। এই নিয়ে গত আড়াই মাসের মধ্যে ৯ জন ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মার্কিন মুলুকে। এই কারণে বারংবার প্রশ্নের মুখে পড়ছে আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়। মৃত পড়ুয়ার নাম পারুচুরি অভিজিৎ। এই পড়ুয়া ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার বাসিন্দা। ছোট থেকেই মেধাবী ছাত্র ছিল এই পড়ুয়া। আমেরিকায় বস্টন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিলেন তিনি। একটি গাড়ির মধ্যে থেকে উদ্ধার করা হয় এই পড়ুয়ার রক্তাক্ত দেহ। পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হলেও মেলেনি মৃত পড়ুয়ার ল্যাপটপ ও মানিব্যাগ।
ঘরের একমাত্র ছেলেকে বিদেশে পাঠাতে প্রথমে রাজি হননি অভিজিৎ এর মা। পরে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে ছেড়ে দেয় তার পরিবার। মাত্র ২০ বছর বয়সী মৃত এই পড়ুয়া ছিলেন বস্টন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ছাত্র। কিভাবে খুন হলেন এই ভারতীয় পড়ুয়া সেই নিয়ে নানান জল্পনা চললেও এখনও পর্যন্ত পড়ুয়া মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক কিছু জানা যায়নি। ভারতীয় পড়ুয়া মৃত্যুর ঘটনায় তদন্ত চালাচ্ছে মার্কিন পুলিশ।