আন্তর্জাতিক

লন্ডনে বিক্ষোভ প্রবাসী ভারতীয়দের, প্রকাশ্যে ‘গলা কেটে দেওয়া’র ইঙ্গিত পাক সেনাকর্তার

Indian diaspora protests in London, Pak army chief hints at 'cutting throats' in public

Truth Of Bengal: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর সেই ঘটনার প্রতিবাদ এবার পৌঁছে গেল ব্রিটেনের রাজধানী লন্ডনে। শুক্রবার, লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়দের একাংশ। সেই প্রতিবাদ কর্মসূচির সময় ঘটে এক বিতর্কিত ঘটনা—পাকিস্তানি সেনা কর্তা কর্নেল তৈমুর রাহাত বিক্ষোভকারীদের দিকে প্রকাশ্যে ‘গলা কেটে দেওয়ার’ ভঙ্গি করেন।

এই মুহূর্তের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যেখানে কর্নেল রাহাতকে এমন অঙ্গভঙ্গি করতে দেখা যাচ্ছে। যদিও ভিডিয়োর সত্যতা স্বাধীনভাবে যাচাই হয়নি, তবে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। কর্নেল রাহাত বর্তমানে পাকিস্তান হাই কমিশনের সেনা ও বায়ুসেনা উপদেষ্টা হিসেবে কর্মরত।

বিক্ষোভকারীরা মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাঁদের হাতে ছিল ভারতের পতাকা ও প্ল্যাকার্ড, যেখানে পাকিস্তান ও জঙ্গি হামলার বিরুদ্ধে লেখা ছিল প্রতিবাদী বার্তা। পাকিস্তানের বিরুদ্ধে স্লোগানও তোলা হয়। তাঁদের অভিযোগ, পাকিস্তান এই হামলায় মদত দিয়েছে, তাই তারা আন্তর্জাতিক মহলের সামনে প্রতিবাদ জানাতে জড়ো হয়েছেন।

প্রতিবাদকারীরা জানান, যখন তাঁরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন, তখন হাই কমিশনের ভেতর থেকে জোরে গান বাজানো হচ্ছিল। আয়োজকদের কথায়, “এই আচরণ অত্যন্ত লজ্জাজনক ও অসম্মানজনক। এমন সময়ে যখন মানুষ শোকাহত, তখন এই উদযাপন আমাদের হৃদয়ে আঘাত করেছে।”

ঘটনার নিন্দা জানিয়ে তাঁরা বলেন, “এটি মানবিকতার পরিপন্থী। আমরা এই অসংবেদনশীলতার তীব্র প্রতিবাদ জানাই এবং চাই পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ হোক।”

Related Articles