আন্তর্জাতিক

আবারও একবার ত্রাণ পাঠাল ভারত

India Relief Palestine

The Truth of Bengal: যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনে আবারও একবার ত্রাণ পাঠাল ভারত। এই নিয়ে প্যালেস্টাইনে দ্বিতীয় দফার সাহায্য পাঠানো হল। বিদেশমন্ত্রী এস জয়শংকর নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে সেকথা জানিয়েছেন। সব মিলিয়ে ৩২ টন ত্রাণ পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রী সকলকে জানিয়েছেন, ‘৩২ টন ত্রাণ নিয়ে ভারতীয় বায়ুসেনার সি১৭ বিমান মিশরের এল-এরিশ বিমানবন্দরের উদ্দেশে উড়ে গিয়েছে।’ প্রসঙ্গত, গত ২২ অক্টোবর প্রথমবার ইজরায়েলে ত্রাণ পাঠিয়েছিল ভারত।

গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল ও হামাসের দ্বন্দ্বের জেরে ইতিমধ্যে প্যালেস্টাইনে মৃতের সংখ্যা ১২ হাজার ৩০০। এর মধ্যে শিশুদের সংখ্যাই ৫ হাজার। এহেন পরিস্থিতিতে মানবিক পদক্ষেপ করল ভারত। এদিকে ইজরায়েল উত্তর গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার দক্ষিণ গাজায় আঘাত হেনেছে। সেখানে হামাস জঙ্গিদের নিকেশ করতে বোমা ফেলেছে ইজরায়েলি ফৌজ। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩২ জন।

ফলে আরব-ইহুদি সংঘাত এবার আরও ভয়ানক রূপ নিচ্ছে। প্রায় দেড় মাস ধরে চলতে থাকা যুদ্ধ কবে থামবে তা কারোর জানা নেই। একটি রিপোর্ট অনুযায়ী, গাজায় ৫ দিনের সংঘর্ষবিরতিকে নাকি রাজি হয়েছে ইজরায়েল। কিন্তু সেই সমস্ত সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু সাফ জানিয়েছেন, কোনও রফাসূত্র মেলেনি। সকল পণবন্দিকে ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ তাঁরা।

Free Access

Related Articles