আন্তর্জাতিক

অন্ধকার কুঠুরিতে একাকী দিন কাটাচ্ছেন ইমরান, বিস্ফোরক অভিযোগ জেমাইমার 

Imran spends lonely days in a dark room, Jemima's explosive allegation

Truth Of Bengal: জেলের অন্ধকারে দিন যাপন করছে পাকিস্তানের প্রাক্তনপ্রধানমন্ত্রীইমরান খান। কারও সাথে যোগাযোগ করার উপায়টুকু খুঁজে পাচ্ছেন না প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। যাতে যোগাযোগ করা না যায় তার জন্যে সেলের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে পরিবারের সাথে সাপ্তাহিক ফোন কল করাও অসম্ভব হয়ে উঠেছে। এই নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ। ইমরান খান নিজের ছেলেদের সাথে কথা বলতে পারছেন না বলে অভিযোগ করেছেন তাঁর প্রাক্তন স্ত্রী।

এই সময়ে দুদিন ব্যাপি এসসিও সম্মেলন চলছে আর তারই মাঝে ইমরানের পরিবারের সাথে যোগাযোগ করতে না পারা নিয়ে অভিযোগ করার সাথে সাথে কাঠগড়ায় টেনে তুললেন শাহবাজ শরিফের সরকারকে। বর্তমানে ইমরানের শোচনীয় জেলবন্দী অবস্থা তুলে ধরে ইমরানের প্রাক্তন স্ত্রী সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘জেলে ব্যক্তিগত পরিদর্শন বন্ধের পাশাপাশি আদালতের নির্দেশ অমান্য করে১০ সেপ্টেম্বর থেকেলন্ডনে থাকা দুই ছেলে সুলেইমান ও কাসিম খানের সাথে ফোনে যোগাযোগ পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না।

শুধু তাই নয়, প্রাক্তন প্রধানমন্ত্রীর সেলের আলো নিভিয়ে দেওয়া থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সেলের বাইরে যেতেই রীতিমতো বাঁধা দান করা হয়। জেলের রাঁধুনিকেও ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইমরানের ওপরে হওয়া এমনই ঘৃণ্য কার্যকলাপ তুলে ধরে প্রাক্তন স্ত্রী জেমাইমা এও জানিয়েছেন ইমরানকে একাকী বন্দি করে রাখা হয়েছে। একেবারে অন্ধকারে, বহির্বিশ্বের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্নকরে দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট তোষাখানা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ইমরান। প্রথমে পাঞ্জাব প্রদেশের অটোক জেল, পরবর্তীতে তাঁকেরাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে স্থানান্তর করা হয়। জেলে তাঁর সঙ্গে ‘জঙ্গি’দের মতো আচরণ করা হচ্ছে বলে আগেই অভিযোগ জানিয়েছিল ইমরান। তাকে কুঠুরিতে রাখা নিয়ে সন্ত্রাসীদেরসেলের সাথে তুলনা করেছেন ইমরান। এবার সেই একই অভিযোগ করতে দেখা গেল তাঁর প্রাক্তন স্ত্রীকেও। শুধু ইমরান নয়, তাঁর পরিবারের অন্যান্য সদস্যদেরওহেনস্তার অভিযোগ এনেছেন তাঁর প্রাক্তন স্ত্রী।

Related Articles