বন্ধ হচ্ছে হিন্ডেনবার্গ রিসার্চ! বিতর্কের মাঝে কী জানালেন নাথান অ্যান্ডারসন
Hindenburg Research is being shut down! What Nathan Anderson said amid the controversy

আদানিকাণ্ডে প্রকাশ করা রিপোর্টের জেরে সমস্যার সম্মুখীন হয়েছিলেন শিল্পপতি গৌতম আদানি। শেয়ারদর ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই অভিযটোগের তদন্তে আদানি গোষ্ঠীকে সাহায্যের অভিযোগ উঠেছিল সেবির মাধবী পুরী বুচের বিরুদ্ধেও। বর্তমানে আমেরিকার সেই শেয়ার বাজার বিশ্লেষক তথা তথ্যমুসন্ধান সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হতে চলেছে।
এই সংস্থার প্রতিষ্ঠাতা-প্রধান নাথান অ্যান্ডারসন তাঁর লক্ষ পূরণের কথা জানান বৃহস্পতিবার। সেইসঙ্গে তাকে জানান, তাঁর জীবনের একটা অধ্যায় হিন্ডেন বার্গ রিসার্চ। গোটা জীবন নয় সেটি। অনেক ভেবই তাঁর এই সিদ্ধান্ত গ্রহণ। কাজের চাপের জন্য ব্যক্তিগত জীবনে সময় দিতে পারছিলেন না বলেও জানিয়েছেন তিনি। এই সংস্থা বন্ধের অন্যতম প্রধান কারণই হর তাঁর জীবনের ভারসাম্য নিয়ে আসা। তবে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে তাঁর আচমকাই এই সিদ্ধান্তের পেছনে কোনও প্রভাবব রয়েছে কিনা তা নিয়ে।
জানা যায়, ‘হিন্ডেনবার্গ রিসার্চ’ ২০২৩ সালের গোড়ায় কারচুপি করে শেয়ারের দাম বাড়ানো এবং কর ফাঁকি-সহ বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আৈনা হয়েছিল। যার জেরে কেন্দ্রকে ধারাবাহিক ভাবে নিশানাও করেছিল বিরোধীরা। জেপিসি তদন্তের দাবিও ওঠে। এমনকি শেয়ার বাজারে আদানিকাণ্ডের প্রভাব খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গড়েছিল সুপ্রিম কোর্ট। তবে তখনকার সেই তদন্তে কোনও অভিযোগই প্রমাণ করা সম্ভব হয়নি আদানিদের বিরুদ্ধে।