ভারী বৃষ্টি জার্মানিতে, বন্যা সতর্কতা ৬ রাজ্যে,নদী বয়ে চলেছে বিপদসীমার ওপরে
Heavy rain in Germany, flood warning in 6 states,

The Truth Of Bengal: বেশ কয়েক দিন ধরে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জার্মানি। জার্মানির ৬ টি এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। একদিকে গোটা বিশ্ব যেখানে মেতে উঠেছে বড়দিন ও বছর শেষের উৎসবে অন্যদিকে জার্মানির একাধিক নদী বয়ে চলেছে বিপদসীমার ওপরে।
বড়দিনের খুশির মেজাজে বিশ্ববাসী কিন্তু এইদিকে ভাসছে জার্মানির একাধিক এলাকা। জার্মানিতে বড়দিন পর্যন্ত চলেছে প্রবল বৃষ্টিপাত। জার্মানির আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল আগামী ৪৮ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। লাগাতার হওয়া বৃষ্টির ফলে বিভিন্ন রাজ্যে দেখা দিতে পারে বন্যা বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া দফতর। ইতিমধ্যেই ৬ রাজ্যে জারি হয়েছে বন্যা সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে স্যাক্সনি, লোয়ার স্যাক্সনি, বাভারিয়া, হেসে, নর্থ রাইন ওয়েস্টফালিয়া, রাইনল্যান্ড প্যালাটিনেটে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বন্যার সম্ভাবনা রয়েছে।
জার্মানিতে বন্যা সতর্কতা ৪ টি পর্যায়ে রয়েছে। চারটি পর্যায়ের মধ্যে এখন ৩ নম্বর পর্যায়ের সতর্কতা মেনে চলছে জার্মানবাসী। ভারী বৃষ্টির জেরে জার্মানির একাধিক নদীর জল বয়ে চলেছে বিপদসীমার ওপর দিয়ে। স্যাক্সনির ৩ টি নদীর জল উপচে পড়ছে। বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হয়েছে জরুরী পরিসেবার কর্মীদের। বৃষ্টির কারণে ব্যহত হয়েছে যান চলাচল ও পাশাপাশি বিমান পরিসেবাও। রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে জল। রাস্তার পাশে পার্ক করা গাড়ি গুলিও প্রায় অর্ধেক ডুবে যাওয়ার জোগাড়। নর্থ রাইন ওয়েস্টফালিয়াতে একটি গাড়ি ডুবে যায়। গাড়িতে ছিল গাড়ির চালক এবং এক মহিলা তাদের সকলকেই উদ্ধার করে আনে জরুরী পরিসেবার কর্মীরা। এই পরিস্থিতিতে রডেনবার্গ শহরের মেয়র জানিয়েছেন গত ২৫ বছরে এইরকম অবস্থা দেখেনি জার্মানি।
Free Access