আন্তর্জাতিক

‘জামিন পেলেই পালিয়ে যাবেন’-নীরব মোদির জামিন খারিজ করে বলল ব্রিটিশ আদালত

'He will flee if he gets bail' - British court rejects Nirav Modi's bail

Truth Of Bengal: নীরব মোদি ও তাঁর কাকা মেহুল চোকসির বিরুদ্ধে ২০১৮ সালে পিএমএলএ আইনে মামলা করে ইডি। ইডির তদন্তে করতে গিয়ে বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। ২০২২ সালে ইউকের সুপ্রিম কোর্টে নীরব মোদির আবেদন খারিজ হয়ে যায়। ২০২৯ সাল থেকে এটি ছিল তাঁর ১০ নম্বর জামিনের আবেদন। বিচারক আবেদন খারিজ করে জানান, নীরব মোদিকে জামিন দিলে তিনি পালিয়ে যেতে পারেন।

তিনি আরও জানিয়েছেন, ইংল্যান্ড ও ওয়েলসের আদালত দুবার মত প্রকাশ করেছে  নীরব মোদির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ-ভিত্তিক অভিযোগ রয়েছে। ৫৪ বছর বয়সি নীরব মোদি ব্রিটেনের কারাগারে বন্দি ছিলেন। ২০১৯ সালে তাঁকে গ্রেফতার করা হয়। বিচারক জানান, নীরব মোদি অত্যন্ত গুরুতর আর্থিক অপরাধে দোষী সাব্যস্ত। তার অভিযোগনুযায়ী, পিএনবি-র কর্মকর্তাদের সঙ্গে মিলে প্রতারণাকরেতিনি বিদেশি ব্যাংক থেকে টাকা তুলেছেন। লেনদেনের পরিমাণ ছিল ১০১৫.৩৫ মিলিয়ন মার্কিন ডলার যা ১৩ হাজার ৮০০ কোটির টাকা বেশী।

সিবিআই এক বিবৃতিতে জানিয়েছে, নীরব মোদির জামিন আবেদন লন্ডনের হাইকোর্ট খারিজ করেছে। জামিন আবেদনটি ছিল, তাঁর ১০ তম প্রচেষ্টা, সিবিআই সফলভাবে আটকে দেয়।

 

Related Articles