৩ দিন ৩ ঘণ্টা করে শাহজালালে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে
Hazrat Shahjalal International Airport in Dhaka

The Truth of Bengal: তিন দিন তিন ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের রানওয়ে রক্ষণাবেক্ষণসহ বেশ কয়েকটি কাজের জন্য এই সিদ্ধান্ত বলে জানাগিয়েছে। সোমবার আর্থাৎ ৬ মে থেকে বুধবার ৮ মে রাত ১২টা থেকে ৩টে পর্যন্ত বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
বিমানবন্দরের কর্তৃপক্ষ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের মধ্যে একটি কাজ রানওয়ে ব্যবস্থাপনা। এই কাজের অংশ হিসেবে রানওয়ে সেন্টার লাইট ও মার্কিং রক্ষণাবেক্ষণ কাজে ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিরত থাকবে। বিষয়টি সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে জানাতে ইতিমধ্যেই নোটিস জারি করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানাগিয়েছে, এই তিন ঘণ্টায় বিমানবন্দরে নিয়মিতভাবে সৌদি এরাবিয়ান এয়ারলাইনস, মালয়েশিয়ান এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজসহ যাদের ফ্লাইট থাকে, তাদের এই তিন দিন ফ্লাইটের সময় এগিয়ে বা পিছিয়ে নিতে বলা হয়েছে।