‘প্রহসনের বিচার!’, ইউনূস সরকারকে তোপ হাসিনা-পুত্রের
Hasina son attack on the Yunus government

Truth Of Bengal: শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কথা বলে সোমবার ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এবার এ নিয়ে ইউনূস সরকারের কড়া সমালোচনা করলেন হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘প্রহসনের বিচার চালাতে চাইছে অন্তর্বর্তী সরকার’।
গত অগাস্টে ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের জেরে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই ভারতে রয়েছেন তিনি। বাংলাদেশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে প্রায় ২৩০ টি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে হাসিনার বিরুদ্ধে। এ বার প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে তাঁর বিচার করতে চাইছে অন্তবর্তী সরকার। আর সেই নিয়েই ইউনূস সরকারকে তোপ দাগলেন জয়।
সমাজমাধ্যমে সজীব ওয়াজেদ জয় পোস্ট করেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রহসনের বিচার চাইছে অন্তর্বর্তী সরকার’। তাঁর সংযোজন, ‘ইউনূসের স্বার্থরক্ষার জন্যই তা করা হয়’। জয়ের অভিযোগ, আওয়ামী লিগেরকর্মী-সমর্থকদের হামলার মুখে পড়তে হচ্ছে। বিচার হওয়ার আগেই দলের কর্মীদের খুন করা হচ্ছে। জয়ের কথায়, পরিকল্পনামাফিক শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন ইউনূসের নেতৃত্বাধীন সরকারের নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম।
জুলাই থেকে অগস্টে বাংলাদেশে গণআন্দোলনের সময় যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, তার নিরপেক্ষ তদন্তের দাবিও তুলেছেন হাসিনা-পুত্র।