আন্তর্জাতিক

পাকিস্তানের দরবারে হামাস, হামলার বদলা নিতে পণ ইজরায়েলের…

Hamas Sought Pakistan's Help.

The Truth Of Bengal: ইজরায়েলের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের সাহায্য চাইল হামাস। পাক সংবাদমাধ্যম সূত্রে উঠে এসেছে এমনই তথ্য। হামাসের রাজনৈতিক প্রধান পাকিস্তানের সাহায্য চেয়ে দেশটিকে সাহসী বলেও সম্বোধন করেছে। পাকিস্তানের শক্তিই এই যুদ্ধ থামাতে পারে বলে তিনি দাবি করেছেন।

৭ অক্টোবরের হামলার বদলা নিতে হামাসকে চিরতরে মুছে ফেলার পণ করেছে ইজরায়েল। জঙ্গিদের নিকেশ করতে গাজায় তীব্র আক্রমণ শানাচ্ছে ইজরায়েলি ফৌজ। ধ্বংস করে দেওয়া হচ্ছে জঙ্গিদের একের পর এক ডেরা। উত্তর গাজাকর পর দক্ষিণ গাজায়ও চলছে হামলা। ইহুদি দেশটির আক্রমণে ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১৫ হাজার পেরিয়েছে। তবে এবার পাকিস্তানের শরণাপন্ন হল হামাস। ইসলামাবাদের এক অনুষ্ঠানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহ পাকিস্তানের সাহায্য চেয়ে দেশটিকে  সাহসী দেশ বলেছে।

পাকিস্তানের শক্তিই এই যুদ্ধকে থামাতে পারে বলে তাঁর দাবি।  শুধু তাই নয় পাকিস্তানকে ‘সাহসী’ বলার পাশাপাশি ‘মুজাহিদদের দেশ’ বলেও ব্যাখ্যা করেন হানিয়েহ। এই ভাষণে হানিয়েহর গলায় রক্তক্ষয়ী এই যুদ্ধে প্যালেস্তিনীয়দের ত্যাগের প্রসঙ্গও উঠে আসে। একই সঙ্গে ইহুদিদের বিশ্বের সমস্ত মুসলিমদের শত্রুও বলেন শীর্ষ এই হামাস নেতা। হানিয়েহর এই মন্তব্যের পর পাকিস্তান কী পদক্ষেপ করে সেদিকেই এখন নজর রয়েছে সকলের।

Free Access

Related Articles