আন্তর্জাতিক

ইসরায়েলে হামাসের রকেট হামলা       

Hamas Rocket Attack

The Truth of Bengal: ঘটনার সময় তেল আবিবে বিমান হামলাজনিত সতর্কসংকেত বাজানো হয়। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে রকেটগুলো প্রতিহত করা হয়। হামলার সময় মধ্যরাতে নববর্ষ উদ্‌যাপন করতে অনেক মানুষ রাস্তায় জড়ো হয়েছিলেন। ঘটনার সময় সতর্কসংকেত পেয়ে অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যান। কেউ কেউ আবার উৎসব চালিয়ে যেতে থাকেন।

তেল আবিবের একটি বারের সামনে বন্ধুদের সঙ্গে নববর্ষ উদ্‌যাপন করছিলেন স্থানীয় বাসিন্দা গ্যাব্রিয়েল জেমেলম্যান। তিনি বলেন, ‘আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম, যেন আমি প্রথমবার ক্ষেপণাস্ত্র দেখছি। যেটা ভয়ংকর ছিলো।’ হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসেম ব্রিগেড সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে ইসরায়েলে হামলার দায় স্বীকার করেছে তারা। ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড আরও বলেছে, বেসামরিক মানুষদের বিরুদ্ধে ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তার বিরুদ্ধে বদলা নিতে এম ৯০ রকেট ব্যবহার করেছে তারা।ইসরায়েলি সেনাবাহিনী হামলার খবরটি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারা লিখেছে, ইসরায়েলে রকেট হামলার মধ্য দিয়ে ২০২৪ সাল শুরু করেছে হামাস।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েল যখন অনবরত বোমা হামলা চালিয়ে যাচ্ছে, তখনই এ রকেট হামলা হয়। ইসরায়েলে গত ৭ অক্টোবর হামলা চালায় হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুসারে, ওই হামলায় ১ হাজার ১৪০ জনের মতো নিহত হয়েছেন। এর জবাবে গাজায় সেদিন থেকেই হামলা শুরু করে ইসরায়েল। চলমান এসব হামলায় এ পর্যন্ত ২১ হাজার ৮২২ জন নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই নারী ও শিশু।

Related Articles