হামাসের জন্মদিনে হুঁশিয়ারি ইজরায়েলের, কেকের ছবি এবং তিনটি মিসাইলের ছবি দিয়ে বার্তা…
Hamas birthday warning message with pictures of Israel, cake and three missiles

The Truth Of Bengal: প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের ৩৬ তম প্রতিষ্ঠা দিবসে ফের হামাসকে হুঁশিয়ারি করল ইজরায়েল। এটাই হামাসের শেষ বছর এই বার্তা দিয়ে এক্স হ্যান্ডেলে ইজরায়েল একটি কেকের ছবি এবং তিনটি মিসাইলের ছবি দিয়ে পোস্ট করেছে।
সম্প্রতি প্যালেস্টাইনের কুখ্যাত হামাস জঙ্গি গোষ্ঠী হামাসের ৩৬ তম প্রতিষ্ঠাতা দিবস ছিল। এই নিয়ে ইজরায়েল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে লেখেন এটাই তাদের শেষ প্রতিষ্ঠাতা দিবস। এই বার্তার সঙ্গে তারা একটি কেক এর ছবিও পোস্ট করেছে। কেকের উপর মোমবাতি হিসাবে রয়েছে তিনটি মিসাইল। এই বার্তা দিয়ে আরও একবার হামাসদের হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল।
প্রসঙ্গত, ৭০ দিন হয়ে গেছে হামাস ও ইজরায়েলের যুদ্ধ। ইজরায়েলের এতদিন নির্বিচারে অত্যাচার চালিয়ে যাওয়ার পরও যুদ্ধের রণক্ষেত্র থেকে পিছু হটতে নারাজ হামাস গোষ্ঠীও। গত ৭ ই অক্টোবর হামাস প্রথম আক্রমণ চালায় ইজরায়েলের উপর। তখন থেকেই ইজরায়েলের একটাই লক্ষ হামাস কে পুরোপুরি নির্মূল করা। ইজরায়েল একের পর এক বোমা বর্ষণ, স্থলপথে গুলি হামলা, গাজার হাসপাতাল গুলিতে হামলা, একের পর এক শরণার্থী শিবির উড়িয়ে দেওয়ায় রীতিমত নরকে পরিণত হয়েছে গাজা উপত্যাকা। অন্যদিকে কিছুদিন আগে হামাসের ফের পাল্টা আঘাতে প্রাণ গেছে ১০ জন ইজরায়েলি সেনার। যাদের মধ্যে রয়েছে দুই জন কমান্ডার অফিসারও।
Free Access