মহম্মদ ইউনুসের বিরুদ্ধে পথে সরকারী কর্মচারীরা
Government employees on the road against Muhammad Yunus

Truth Of Bengal: বাংলাদেশে অন্তবর্তী সরকার অর্থাৎ মহম্মদ ইউনুসের বিরুদ্ধে ময়দানে সরকারি কর্মচারীরা। শনিবার-রবিবার টানা দুদিন ধরে বিক্ষোভ চলে পদ্মা পাড়ের দেশের সচিবালয়ে। বিক্ষোভ মিছিলে উর্ধতন কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ কর্মচারীরা প্রত্যকেই যোগ দেন। চলে কর্মবিরতি।
কিন্তু কেন আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছে সরকারী কর্মচারিরা?
বৃহস্পতিবার ঢাকার তেজগাঁও-য়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে বসে উপদেষ্টার পরিষদ। বৈঠকের নেতৃত্ব দিয়েছিলেন, খোদ প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বৈঠকের পরে একটি বিবৃতিতে জানানো হয়, অনুমোদন পেয়েছে, সরকারি চাকরি সংশোধন ২০২৫। তারপর থেকে একে একে ক্রমবিরতির পথে হাঁটেন দেশের প্রতিটি বিভাগের সরকারি কর্মচারিরা। রবিবার ইউনুসের সরকারের জারি করা অধ্যাদেশকে ‘কালা কানুন’ বলে কটাক্ষ করে। চার দশক ধরে বাংলাদেশের সরকারি কর্মচারিদের লাগু রয়েছে অধ্যাদেশ।
হাসিনার আমলে অর্থাৎ ২০১৮ সালে প্রথম সংশোধন হয়। সংশোধিত আইনেই ফের একবার সংশোধন করে নতুন খসরা তৈরী করেছে ইউনুসের উফদেষ্টা কমিটি। একাংশের দাবি, সাড়ে চার দশক আগে আইনে যে পরিবর্তন আনা হয়েছে, তার জেরে সরকারি কর্মীদের শাস্তি দেওয়া সরকারের কাছে সহজ।