আন্তর্জাতিক

‘প্রাণ দাও, ধরা পরো না’, কিমের সৈন্যদের কড়া নির্দেশ

'Give your life, don't get caught', Kim's strict orders to soldiers

Truth Of Bengal: রাশিয়ায় যুদ্ধে হাজার হাজার সৈন্যকে যুদ্ধে পাঠানো হয়েছে উত্তর কোরিয়া থেকে। তাদের মধ্যে অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। এমনই দাবি দক্ষিণ কোরিয়ার। তারা দাবি করছেন, দু দফায় রাশিয়াতে পাঠানো হয়েছে মোট ১৮ হাজার জনকে। ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করেছেন তাঁরা। প্রাণ দিয়ে দিলেও, শত্রু পক্ষের হাতে ধরা পড়লে চলে না বলে নির্দেশ দেওয়া হয় তাদের।

দাবি করা হয়, উত্তর কোরিয়ার প্রায় ২০০০ সৈন্যকে ফের ফেরত পাঠানোর দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট। আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের দাবি, উত্তর কোরিয়ার সৈন্যরা যোগদান করেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে। তাঁরা লড়াই চালিয়ে যাচ্ছেন রাশিয়ার হয়ে। তবে এই দাবি স্বীকার করেননি কিম জং উন। এই বিষয়ে মুখ খোলেনি রাশিয়াও। অবশেষে গত সোমবার আনুষ্ঠানিকভাবে উত্তর করিয়া ঘোষণা করে রাশিয়াকে যুদ্ধে সহায়তার জন্যই সৈন্য পাঠাচ্ছে তারা।

উত্তর করিয়া বিবৃতি দিয়ে জানায়, ইউক্রেন রাশিয়ার যেসব অংশ দখলে রেখেছে, তা পুনর্দখলের জন্যে উত্তর করিয়ার সৈন্যরা সাহায্য করে মস্কোকে। ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের বিবৃতি উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার সাংসদ জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরীয়দের হতাহতের সংখ্যা ৪,৭০০ এখনও পর্যন্ত। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ৬০০ জনের। অন্যদিকে চলতি বছরে ২০০০ সৈন্যকে রাশিয়া থেকে উত্তর কোরিয়ায় ফিরিয়ে দেওয়া হয়েছে। তাঁরা নিভৃতবাসে আছেন রাজধানীর বিভিন্ন অংশে। সেইসঙ্গে কুর্স্কে যুদ্ধ করতে করতে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের দেহ উত্তর কোরিয়ায় না ফিরিয়ে রাশিয়াতেই সমাধিস্থ করা হয়েছে বলে জানা যায়।

Related Articles