রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের হস্তক্ষেপ চাইছে জর্জিয়া মেলোনি
Georgia Meloni seeks India's intervention to stop Russia-Ukraine war

Truth Of Bengal: আড়াই বছর কেটে গেছে তবু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। হামলা পালটা হামলা, মৃত্যুমিছিল সবকিছুই অব্যাহত। এই পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এমনকি তিনি রাশিয়া –ইউক্রেন যুদ্ধ নতুন করে থামানোরও আর্জি জানিয়েছে। শনিবার তিনিইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। আর সেই সাক্ষাৎয়ে উঠে এলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার বিষয়টি।মেলোনি জানালেন, রাশিয়া-ইউক্রেন লড়াই থামাতে বড় ভূমিকা নিতে হবে ভারত ও চিন উভয়কেই।
শনিবার ইটালির প্রধানমন্ত্রীকে জেলেনস্কির সঙ্গে মেলোনির সাক্ষাৎ-এ ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থনজানাতে দেখা গিয়েছিল। পরবর্তীতে এই নিয়ে মেলোনি জানিয়েছেন, কিয়েভের প্রতি তাঁদের এই সমর্থন কেবল একটি নৈতিক কর্তব্যই বহন করে না, বরং ইটালির জাতীয় স্বার্থে অন্য দেশের জাতীয় অখণ্ডতা বজায় থাকে তার জন্য তা নিশ্চিত করতে চাইছেন তিনি। আবার অন্যদিকে মেলোনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। পরবর্তীতে এই সিদ্ধান্তের বদল ঘটবে না। তবে এই সংঘর্ষ যাতে বন্ধ করা যায় তার জন্য চিন ও ভারতকেও কাঁধে কাঁধ মিলিয়ে বিশেষ ভূমিকা পালন করে যেতে হবে।’’
অন্যদিকে আবার ন্যাটোর সাধারণ সম্পাদক জেন্স স্টোলটেনবার্গ শুক্রবারই চিনের কাছে আবেদন জানিয়ে বলেছেন, ইউক্রেন সংঘর্ষে চিন যাতে রাশিয়াকে একেবারেই সমর্থন না করে। শুধু এখানেই থেমে থাকেননি জেন্স স্টোলটেনবার্গ। তিনি আরও বলেছেন যে, দীর্ঘদিন ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না থামার জন্য বেজিংয়ের একটা লম্বা হাত রয়েছে। যদিও এর আগেই চিনন্যাটোকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে তোপদেগেছিল। তবে এই আবহেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গলায় শোনা যাচ্ছে যুদ্ধবিরতির কথা। আর এই যুদ্ধ থামাতে তিনি ভারত, চিন, ব্রাজিলের ওপর ভরসা করতে চাইছেন।