গ্যাসের পাইপলাইন ফেটে ভয়াবহ বিস্ফোরণ মালয়েশিয়ায়, বহু মৃত্যুর আশঙ্কা
Gas pipeline bursts, causing massive explosion in Malaysia, many feared dead

Truth Of Bengal: মালয়েশিয়ার কুয়ালালামপুরের কাছে মঙ্গলবার এক ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাসের পাইপলাইন ফেটে যাওয়ার ফলে এই বিস্ফোরণ ঘটে, যা এতটাই তীব্র ছিল যে আগুন প্রায় ২০ তলা ভবনের সমান উঁচুতে উঠে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত ১৪৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের ফলে আশপাশের ১৯০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মালয়েশিয়ার খনিজ তেল উৎপাদনকারী সংস্থা পেট্রোনাস জানিয়েছে যে গ্যাস পাইপলাইনের ত্রুটির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। প্রশাসন এই ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছে এবং দায়ীদের চিহ্নিত করার জন্য তদন্ত শুরু করেছে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, তবে বেশিরভাগই গুরুতর আহত। বিস্ফোরণের পর ওই অঞ্চলের ৩০০ মিটারের মধ্যে থাকা বাড়িতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইতিমধ্যেই আহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের ফলে ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হয় এবং আকাশ লাল আগুনের গোলায় ঢেকে যায়। অনেকে জানান, বিস্ফোরণের পর সেখানে ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয়। প্রশাসন আশঙ্কা করছে, এই ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হতে পারে।