বিক্ষোভে উত্তাল ফ্রান্সের নিউ ক্যালিডোনিয়া, নিহত ৪, জরুরি অবস্থা জারি
France's New Caledonia, 4 dead, state of emergency declared due to protests

The Truth of Bengal: উত্তাল ফ্রান্সের স্বায়ত্তশাসিত অঞ্চল নিউ ক্যালিডোনিয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভোটের নিয়ম পরিবর্তনের জন্য নতুন আইন পাসকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় নিউ ক্যালিডোনিয়া। পুলিশের ব্যাপক সংঘর্ষে আদিবাসী তিন তরুণ ও পুলিশের এক আধিকারিক নিহত হয়েছেন। পরিস্থিতি আরও ঘোরালো হচ্ছে। অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ফ্রান্সের দ্বীপাঞ্চল নিউ ক্যালিডোনিয়া বাসিন্দাদের ভোটাভুটির নিয়মে পরিবর্তন নিয়ে ফ্রান্সের জাতীয় সংসদে একটি বিল পাসকে কেন্দ্র করে ক্রমেই উত্তাল হয়ে উঠছে পরিস্থিতি। নতুন এই বিল আইনে পরিণত হলে যে সব ফরাসি নাগরিক নিউ ক্যালিডোনিয়াতে ১০ বছরের বেশি বসবাস করছেন, তারাও আঞ্চলিক নির্বাচনে ভোটাধিকার পাবেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন সেখানকার আদি বাসিন্দারা। শুরু হয় বিক্ষোভ। যা মারাত্মক আকার নেয়।
বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয়। চার জনের মৃত্যুর পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানে এখন অতিরিক্ত বাহিনী নামানো হয়েছে। জরুরি বৈঠকে বসে ফ্রান্সের মন্ত্রিসভা। তাতে সিদ্ধান্ত হয় নিউ ক্যালিডোনিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা জারি করার।