আন্তর্জাতিক

লঞ্চের দড়ি ছিঁড়ে পাঁচজনের মৃত্যু, দুই লঞ্চের ৫ কর্মীর দায় স্বীকার

Five people died after the rope of the launch broke

The Truth of Bengal: ইদের দিনের ঘটনা। এমভি তাশরিফ-৪ এবং এমভি পূবালী-১ নামে দুটি লঞ্চ বাঁধা ছিল এদিন সদর ঘাটের ১১ নম্বর পন্টুনে। বেলা তিনটের কিছু সময় আগে ওই দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান-৬ নামের অপর একটি লঞ্চকে জায়গা করে ঢোকানোর চেষ্টা করা হয়। সেই সময়ই ঘটে যায় বিপত্তি। এমভি তাশরিফ-৪ এর দড়ি ছিঁড়ে পন্টুনে দাঁড়িয়ে থাকা পাঁচজন যাত্রীকে আঘাত করে।

যার জেরে তাঁরা প্রত্যেকেই মারা যান। নিহতদের মধ্যে রয়েছেন একই পরিবার তিন জন। তারা পিরোজপুরের মঠবাড়িয়ার ঘাটিচোরা গ্রামের বাসিন্দা বলে খবর। পুলিশ সূত্রে খবর, ওই পাঁচ যাত্রীর মৃত্যুর ঘটনায় গত শুক্রবারই ফারহান-৬ লঞ্চের মাস্টার বছর ৫৪-র আব্দুর রউফ, দ্বিতীয় শ্রেণির মাস্টার মহম্মদ সেলিম হাওলাদার, লঞ্চের পরিচালক বছর ৭০-এর শাহরুখ খান এবং তাসরিফ-৪ লঞ্চের প্রথম শ্রেণির মাস্টার মিজানুর রহমান ও দ্বিতীয় শ্রেণির মাস্টার মহম্মদ মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়।

তাদের প্রত্যেককে আদালতে তুলে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডের এই তিন দিন লাগাতার ধৃত লঞ্চ কর্মীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশের লাগাতার জিজ্ঞাসাবাদে অবশেষে তারা ঘটনার দায় স্বীকার করেন বলে পুলিশ সূত্রে খবর।

Related Articles