আন্তর্জাতিক

অবশেষে মুক্তি! জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

Finally released after 6 months! Chinmoy Krishna Das gets bail

Truth Of Bengal: জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস। দীর্ঘ কয়েক মাসের অপেক্ষা পর অবশেষে জেল মুক্ত হতে চলেছেন তিনি। গত বছরের শেষের দিকে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। এবার সেই রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেয়েছেন তিনি।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘোষণা করল বাংলাদেশ হাইকোর্ট। ওপার বাংলার হাইকোর্টে বুধবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত  বেঞ্চে এই রায় ঘোষণা হয়।

২০২৪-এর ৩১ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-সহ ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায়  রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছিল। এই মামলায় চিন্ময় কৃষ্ণ-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। তারপর চলতে থাকে একের পর এক শুনানি। চলতি মাসের ২৩ তারিখেও শুনানি ছিল, সেই শুনানিতে হাইকোর্ট পরবর্তী শুনানির জন্য ৩০ এপ্রিল অর্থাৎ বুধবারের সময় দিয়েছিল। অবশেষে এই দিনই শুনানিতেই অবশেষে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস।

Related Articles