
Truth Of Bengal: শনিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব হাতেনাতে গ্রেফতার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে। রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র্যাব ফরহাদ হোসেনকে নিজেদের হেফাজতে নিয়ে পরবর্তীতে ফরহাদকে আদাবর থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন ওই থানারই অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুইয়া। র্যাবের হাতে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদের গ্রেফতার হওয়ার খবর তিনিই প্রথম সামনে আনেন।
এর সাথে তিনি এও জানান যে পরে র্যাব বেলা ১২ টা নাগাদ সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে আদাবর থানায় হস্তান্তর করেছেন। যদিও তিনি ফরহাদ হোসেনকে কোথায়, কখন আটক করেছে সেই সম্পর্কে স্পষ্ট ভাবে কিছু জানাননি। অন্যদিকে ফরহাদ হোসেনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইমরান খান। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবহে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
প্রসঙ্গত, আওয়ামী সরকারের মন্ত্রী ফরহাদ হোসেন১৯৭২ সালে মেহেরপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছহিউদ্দিন বিশ্বাস মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। খুলনা বিএল কলেজেরছাত্র ছিলেনফরহাদ হোসেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেন। পরে রাজধানীর সিটি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হন তিনি।