ইরানের ‘বন্দর আব্বাসে’ ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫০০-র বেশি
Explosion in Iran's Bandar Abbas injures more than 500

Truth of Bengal: ইরানের দক্ষিণ অংশের গুরুত্বপূর্ণ বন্দর শহর আব্বাসে একটি ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫১৬ জন আহত হয়েছেন। শনিবার শাহিদ রাজাই বন্দরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। ইরানের প্রশাসন এ নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, বন্দরে রাখা কোনো কনটেনারে বিস্ফোরণ ঘটতে পারে।
বিস্ফোরণের সময়ের ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, চারপাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং অনেক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ আহতদের উদ্ধার করার চেষ্টা করছেন। বিস্ফোরণের প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও কম্পন অনুভূত হয়েছে এবং বেশ কিছু ভবনের কাঁচ ভেঙে পড়েছে। ধারণা করা হচ্ছে, বন্দরে দাহ্য কোনো বস্তু রাখা ছিল।
Massive explosion rocks #Iran‘s Shahid Rajaee port in Bandar Abbas —at least 115 injured
Blast ripped through the container zone, shattering windows kilometers away. Thick black smoke clouds seen rising over the port
Evacuations underway as emergency teams rush.… pic.twitter.com/35GHsi6Y4j
— Nabila Jamal (@nabilajamal_) April 26, 2025
এই ঘটনার সময় ওমানে ইরান ও আমেরিকার মধ্যে পরমাণু চুক্তি নিয়ে তৃতীয় দফার আলোচনা চলছিল। ঘটনার স্থান থেকে কিছু দূরেই ইরানের সশস্ত্র বাহিনী আইআরজিসি’র নৌঘাঁটি রয়েছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই বিস্ফোরণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১,০৫০ কিলোমিটার দূরে অবস্থিত বন্দর আব্বাস দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর শহর। প্রতি বছর রাজাই বন্দরে প্রায় ৮ কোটি টন পণ্য লোড-আনলোড করা হয়। এছাড়া, এখানে ইরানের প্রায় ২০ শতাংশ তেলের ব্যবসা হয়।
তবে ইরানের জাতীয় পেট্রোলিয়াম সংস্থা জানিয়েছে, এই বিস্ফোরণের সঙ্গে কোনো তৈল শোধনাগার, জ্বালানি ট্যাংক বা বণ্টন ব্যবস্থার যোগ নেই। আহতদের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং পুরো ঘটনায় তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে।