বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা
Ex-captain of Bangladesh cricket team Shakib fined Tk 50 lakh

Truth Of Bengal: চলতি বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর নানা কারণে ওপার বাংলার বহু মানুষকে নানা কারণে আটক করা হয়েছে, অনেকেই অনেক দোষে অভিযুক্ত হয়েছেন। এবার ওদেশে অভিযোগ উঠলো ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন সাংসদ সাকিব আল হাসানের বিরুদ্ধে। শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে তাঁকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)।
২৪ সেপ্টেম্বর BSEC-র পরিচালক এবং মুখপাত্র ফারহানা ফারুকীর তরফ থেকে জনসংযোগ কর্মকর্তা মো. মোহাইমিনুল হকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বিষয়ে জানা গিয়েছে।
প্রকাশ হওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, BSEC-র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৩তম কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে শুধু সাকিব আল হাসানকে জরিমানা করা হয়নি তাঁর সঙ্গে এশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্ট লিমিটেডকেও ১ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেক্ট্রোডস ইন্ডাস্ট্রিজকে ১ লাখ, মো. আবুল খায়েরকে ২৫ লাখ আর মো. জাহেদ কামালকে ১ লাখ টাকা টাকা জরিমানা করা হয়েছে।