শীঘ্রই ফিরবেন সুনীতারা! মহাকাশে পৌঁছে গেল ইলন মাস্কের যান
Elon Musk's vehicle has reached space, Sunita will return on Wednesday!

Truth Of Bengal: মহাকাশে পৌঁছেছে ইলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০। ফ্যালকন-৯ রকেটে মহাকাশযানটিকে পাঠানো হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকাল ৯টা ৩৫মিনিটে মহাকাশ যান পৌঁছয়। আশা করা হচ্ছে, বুধবার সুনীতা ফিরে আসবে।
নাসা সূত্রে খবর, পুরো প্রক্রিয়াটা নিরাপদেই হয়েছে। আরও চার নভশ্চর স্পেসএক্সের ক্রিউ-১০-এ করে মহাকাশে গিয়েছেন। সেই চারজনের মধ্যে রয়েছেন জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি নাসার নিকোল আইয়ার্স, অ্যান ম্যাক্লেন আর রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। তাঁদের উপর দায়িত্ব ছেড়ে পৃথিবীতে ফিরবেন সুনীতারা।
নাসা সূত্রে খবর, গন্তব্যে পৌঁছনোর পর চারিদিকের নিরাপত্তা এবং বহিরাগত চাপ সংক্রান্ত পরীক্ষানিরীক্ষা করার পর স্পেসের দরজা খোলা হয়। আর এসবের জন্য সময় লেগেছেল প্রায় ঘণ্টাখানেক। এদিন দরজাটি খোলে সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে। দরজা খোলার পর ওই চার নভশ্চর বেরিয়ে আসেন।
অতএব আর মাত্র কিছুটা সময় তারপর পৃথীবিতে ফিরছেন সুনীতা এবং বুচ। দীর্ঘ ৯-মাসের পর মহাকশ থেকে ফিরবেন তাঁরা। তাঁদের সঙ্গে নাসার নিক হগ ও রাশিয়ান নভশ্চর আলেকজান্ডার গর্বুনভও থাকবেন। দিন কয়েক আগে তাঁরা মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। ভারতীয় সময় অনুযায়ী বুধবার দুপুর দেড়টা নাগাদ তারা স্পেসএক্সের মহাকাশযানে চেপে পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন।