আন্তর্জাতিক

বাংলাদেশে দুর্গাপুজোর অনুদান বৃদ্ধি, নিরাপত্তায় বাড়তি নজর

Durga Puja donation increase in Bangladesh, increased focus on security

Truth Of Bengal: আর মাত্র কয়েকটা দিন, তার পরেই দুর্গাপুজো। আর সেই উৎসবের মাঝে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেই নজর থাকছে ওপার বাংলার অন্তর্বর্তী সরকারের। পুজোকালে আইনশৃঙ্খলা-নিরাপত্তা নিয়ন্ত্রনে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রকে অনুষ্ঠিত হয় এক বৈঠক।

স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী এ বিষয়ে জানান, ‘আর্থিকভাবে পিছিয়ে পড়া মন্দির কমিটিগুলির জন্য এবার বরাদ্দ বাড়িয়ে চার কোটি টাকা করা হয়েছে। এই অর্থ পূর্ববর্তী বরাদ্দের প্রায় দ্বিগুণ। প্রধান উপদেষ্টার তহবিল থেকে এই অনুদান দেওয়া হবে।’ এর পাশাপাশি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তথা স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুজোর সময় অস্থায়ী ভিত্তিতে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে, যাতে নিরাপত্তা রক্ষা করা যায়।

মণ্ডপ নিরাপত্তায় দিনে দু’জন এবং রাতে কম করে তিনজন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। এর সাথে তিনি জানান, সকল ঢাক, মাইক প্রমুখ বাদ্যযন্ত্র গুলি আজানের ঠিক পাঁচ মিনিট আগে বন্ধ করে দিতে হবে, আজান শেষে সেগুলি আবার ব্যবহার করা যাবে। মণ্ডপ সংলগ্ন জায়গাগুলিতে সাদা পোশাকের পুলিস মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে। এমনকি সমস্ত বিষয়ের উপর নজর রাখতে চালু  করা হবে আইপি ক্যামেরা।

Related Articles