ফিলিপ দ্বীপে ঘুরতে গিয়ে বিপত্তি, জলে ডুবে মৃত্যু ৪ ভারতীয়র
4 Indians drowned in Phillip Island

The Truth of Bengal: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার ফিলিপ দ্বীপে ফোররেস্ট কেভসে ঘুরতে গিয়েছিল ১০ জনের একটি দল। সকাল থেকেই সেই দ্বীপের নানা জায়গায় ঘুরে তারা আনন্দে মেতেছিলেন। দিনভর চলে খাওয়া-দাওয়া, খেলাধুলো। আচমকাই ছন্দপতন হয় সেই আনন্দের। ঘটে যায় দুর্ঘটনা। অস্ট্রেলিয়ার ফিলিপ দ্বীপের সমুদ্র সৈকতে ডুবে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতদের মধ্যে তিনজন মহিলা ছিলেন।
প্রশাসনের তরফ থেকে মৃতদের নাম জানানো হয়নি। তবে ওই তিনজনেরই বয়স ২০-র আশেপাশে বলেই খবর পাওয়া যায়। অপর এক মহিলার বয়স ৪০ বছরের কাছাকাছি। ওই চারজনেরই মৃত্যুর খবর ক্যানবেরার ভারতীয় হাইকমিশন নিশ্চিত করেছে। সঙ্গে জানানো হয়েছে, মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। এর পাশাপাশি আরও জানানো হয়েছে, সমস্ত রকম প্রয়োজনীয় সহায়তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে একটি প্রতিনিধি দলকে।
প্রত্যক্ষদর্শীদের কথায়, দুপুর নাগাদ কয়েকজন সমুদ্রে নামার পর আচমকাই উত্তাল হয়ে পড়ে সমুদ্র। সকলেই পাড়ের দিকে আসার চেষ্টা করলে সমুদ্রের টানে চারজনই ভেসে যায়। উদ্ধারকারী দলের চেষ্টায় সকলেই সমুদ্র থেকে উদ্ধার করা সম্ভব হলেও শেষ রক্ষা হয়নি। শুরুতেই তিনজনের মৃত্যু হয় এবং পরে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে, পরবর্তী সময়ে তাঁর মৃত্যুর খবর জানান চিকিৎসকরা।