আন্তর্জাতিক
Trending

রইল না জট ! রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার

Don't get tangled! Withdrawal of suspension of recruitment in Rajshahi University

The Truth Of Bengal: সমস্ত রকমে জটের অবসান ঘটল এবার। আর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেকোনও পদে নিয়োগে আর কোনও স্থগিতাদেশ রইল না। প্রত্যাহার করে নেওয়া হল স্থগিতাদেশ। বৃহষ্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অধিশাখা-২–এর যুগ্ম সচিব মো. পারভেজ হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই বিষয় জানানো হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২০ সালের ১০ ও ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ে ১২টি চিঠি পাঠানো হয়। আর এরই মধ্যে একটি চিঠিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের জন্য নতুন নীতিমালা তৈরি করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে ২০২২ সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের ৫১৬তম সিন্ডিকেট সভায় নতুন নিয়োগ নীতিমালা প্রণয়ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে ওই বছরের ১২ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সমুন্নত রাখার স্বার্থে সব ধরনের নিয়োগের স্থগিতাদেশ ২০২৩ সালের ২৫ জুলাই প্রত্যাহার করা হয়।

তবে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহারের তিন মাস পর শিক্ষা মন্ত্রণালয় এক চিঠিতে জানায়, নিয়োগে অনিয়মের বিষয়ে হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন মামলা চলমান। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি গোপন করেই নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করে। তথ্য গোপন করে কেন সেই আবেদন করা হয়েছিল, তার ব্যাখ্যা জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জারি করা প্রত্যাহার আদেশ স্থগিত করা হয় এবং ওই রিট পিটিশনটি নিষ্পত্তির যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। পরে আজ দুপুরে বিজ্ঞপ্তির মাধ্যমে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় শিক্ষা মন্ত্রণালয়। এতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো নিয়োগে আর কোনো বাধা থাকল না।

Related Articles