অফবিটআন্তর্জাতিক

আপনি কি জানেন আপনার মন খারাপেও ছুটি দিচ্ছে এই সংস্থা?

Do you know that this company is giving you a break even if you are upset

The Truth of Bengal, মৌ বসু : কাজে অনেক সময় একঘেয়েমি চলে আসে। কাঁহাতক ভালো লাগে ‘থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর’। মন আঁকুপাঁকু করে। এক ছুটে চলে যেতে যায় দিকশূন্যপুরে। কিন্তু চাইলেও ছুটি মঞ্জুর হয় না। দেশকালের বেড়া ডিঙিয়ে এ সব দেশের সব কর্মজীবী মানুষের আত্মকথন। কিন্ত চিনের একটি সংস্থা কর্মচারীরা যদি মনমরা, মনকষ্টে ভোগেন তাঁদের বছরে ১০ দিনের ছুটি দেবে। চিনা সুপার মার্কেট চেইন ‘Fat Dong Lai’ সম্প্রতি এই নিয়ম চালু করেছে। ছুটির গালভরা নাম দেওয়া হয়েছে ‘Sad leave’। সংস্থার চেয়ারম্যান ইয়ু ডং লাই এই ১০ দিনের ‘স্যাড লিভ’-এর কথা ঘোষণা করেন। তিনি বলেন, প্রত্যেকের জীবনেই এমন একটা দিন আসে যখন কাজ করতে ভালো লাগে না। অজানা কারণে মন খারাপ লাগে। কাজে কোনো আনন্দ, উৎসাহ মেলে না। মানুষ মাত্রই এরকম হয়। তাই কর্মীদের ছুটি দিলে তাঁরাও ভাববেন সংস্থা তাঁদের কথা ভাবে। কাজে আউটপুট ভালো হবে। কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে তাঁরা ভারসাম্য বজায় রাখতে পারবেন ভালোভাবে।’ কর্মচারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যর কথা ভাবে বলে এই সুপার মার্কেট চেইনের খ্যাতি গোটা চিন জুড়ে। এমনিতেই বছরে এই সংস্থার কর্মীরা ৪০ দিনের ছুটি পান। এছাড়াও চিনা নববর্ষের সময় ৫ দিন অতিরিক্ত ছুটি পান। এর বাইরেও আবার বছরে ১০ দিনের ছুটি মঞ্জুর হবে ‘স্যাড লিভ’ হিসাবে। তাৎপর্যপূর্ণ ভাবে কোনো কর্মী স্যাড লিভ চাইলে কর্তৃপক্ষ তা মঞ্জুর করতে বাধ্য। তাই বলাই যায়, চিনা এই সংস্থার কর্মচারীদের যাকে বলে একেবারে ‘সোনায় সোহাগা’।

Related Articles