ইরান বন্দরে বিস্ফোরণে জেরে মৃতের সংখ্যা বেড়ে ২৫
Death toll from Iran port explosion rises to 25

Truth Of Bengal: ইরানের আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে কালো ধৌঁয়ায় ঢেকে যায় চারপাশ। জানা গিয়েছে, এদিন বন্দরে রাখা একাধিক কন্টেনারে পরপর বিস্ফোরণ হয়। শনিবারের এই বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। সেইসঙ্গে জখম হয়েছেন বহু মানুষ। আহতদের অনেকেই হরমোজগান প্রদেশের হাসপাতালে ভর্তি রয়েছেন।
তবে বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। এই ঘটনা নিয়ে জোরকদমে চলছে তদন্ত। বলা বাহুল্য, বিস্ফোরণস্থলের অদূরেই রয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর নৌসেনা ঘাঁটি। এরইমধ্যে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই।
এই বিস্ফোরণের ঘটনার ভিডিও ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, কালো ধোঁয়া আকাশে উঠছে। আর তাতেই আশেপাশের বাড়ি থেকে শুরু করে যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দাহ্য পদার্থের কারণে বিশাল বিস্ফোরণ ঘটে।
শাহিদ রাজাই বন্দর ইরানের প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোর একটি। সেখানে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে। আর সেখানেই ঘটে এই বিস্ফোরণের ঘটনা। ইরানি পেট্রোলিয়াম পরিশোধন ও বিতরণ কোম্পানি জানিয়েছে, বিস্ফোরণের ফলে তেল স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি।
তবে এই বিস্ফোরণের জেরে বন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বিস্ফোরণের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই বিস্ফোরণের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। অন্যদিকে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বাস্তবায়নে জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সেই লক্ষ্যে ওমানে বৈঠকে বসেছিলেন দুই দেশের প্রতিনিধি। এই আবহেই ইরান বন্দরের মধ্যে ঘটল বিস্ফোরণের ঘটনা। তা নিয়ে উঠছে নানান প্রশ্ন।