আন্তর্জাতিক

কর্তব্যে গাফিলতির অভিযোগে মৃত্যুদণ্ড! কিমের স্বৈরাচারী আইনের বলি ৩০

Death penalty for neglect of duty! Sacrifice of Kim's dictatorial rule 30

Truth Of Bengal: সরকারি কাজে গাফিলতির জেরে মৃত্যুদণ্ড! উওর কোরিয়ার শাসক কিম জং উনের নির্দেশে   হত্যা করা হল ওই দেশের প্রায় ৩০ জন সরকারি কর্মীকে। ওই দেশের পার্শ্ববর্তী রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদমাধ্যমে এমনই রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, সরকারি কাজে গাফিলতির করার অপরাধের অভিযোগে এই নির্দেশ দিয়েছেন কিম। সম্প্রতি উত্তর কোরিয়ায় ভূমিধস, ভারী বৃষ্টি ও বন্যা সংক্রান্ত প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ। প্রকাশিত সেই রিপোর্টে এই বিষয় উল্লেখ করে বলা হয়েছে, কিমের মতে, চেষ্টা করলে কিছু সরকারি কর্মচারী এই ক্ষয়ক্ষতি রুখতে পারতেন কিন্তু তারা তা করেনি তার জেরেই এই চরম শাস্তি।

এ বিষয়ে উত্তর কোরিয়ার এক সূত্রকে উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার একটি  সংবাদ মাধ্যম এ বিষয়টি প্রকাশ করেছে। ও সংবাদ মাধ্যম থেকে জানতে যায় যে, কিমের ওই নির্দেশ অগস্টে দেওয়া হয়েছিল। পালন‌ও আগষ্টেই হয়ে গিয়েছে। যেহেতু উত্তর কোরিয়ার প্রশাসন সব ক্ষেত্রেই গোপনীয়তা বজায় রাখে তাই এই সংবাদ প্রকাশ্যে আসেনি।

এই খবরের সত্যতা যাচাই করেনি আমাদের পোর্টাল। তবে এক রিপোর্টের মাধ্যমে উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, সম্প্রতি জুলাই মাসে ঘটে যাওয়া প্রাকৃতিক ক্ষয়ক্ষতির জন্য দায়ী সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ‘কঠোর শাস্তি’র নির্দেশ দিয়েছেন কিম। সংস্থা আরো জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি কোনরকম পলিটব্যুরো সভারও ডাক দেননি। ওই নির্দেশে প্রায় ৩০ জন সরকারি কর্মীরও কথা উল্লেখ করেন সংস্থা।

Related Articles