আন্তর্জাতিক

পাক সফরে জাকির নায়েক, রেড কার্পেটে স্বাগত জানালো পাক সরকার

controversial islamic preacher zakir naik gets red carpet welcome in pakistan

Truth Of Bengal : সোমবার এক মাসের সফরে পাকিস্তান পৌঁছালেন জনপ্রিয় ধর্মপ্রচারক ও বিশ্লেষক ডা. জাকির নায়েক। তাঁকে অভ্যর্থনা জানাতে রীতিমতো রেড কার্পেটে বরণ করে নিল শাহবাজ শরিফ সরকার। এই একমাসে পাকিস্তানের ইসলামাবাদ, করাচি ও লাহোরের মতো বেশ কিছু প্রধান শহরে অনুষ্ঠিত হওয়া একাধিক সেমিনারে অংশ নিতে চলেছেন তিনি। এর আগে ১৯৯২ সালে লাহোরে ধর্মীয় পণ্ডিত ডা. ইসরার আহমেদের সঙ্গে সাক্ষ্যাৎ করেছিলেন ভারত বিরোধী জাকির। একটা সময় আইনি জটিলতার কারণে নিজের দেশ ভারত থেকে পলাতক হন জাকির। বর্তমানে এই ধর্মপ্রচারকের বাস মালয়েশিয়ায়।

সোমবার এই ধর্মপ্রচারক পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার পর সেখানে তাঁকে স্বাগত জানান পাক প্রধানমন্ত্রীর সহযোগী ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা রানা মাশহুদ। চলতি মাসের ৫ তারিখ করাচির এক জনসভায় তার বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। এর পর এই মাসের ১২ তারিখে লাহোর ও ১৯ তারিখে ইসলামাবাদে ভাষণ দেবেন ধর্মপ্রচারক জাকির নায়েক। এই অনুষ্ঠান গুলিতে অংশ নেওয়ার পাশাপাশি পাকের উঁচু সরকারি কর্মকর্তাদের সঙ্গে তিনি সাক্ষাৎও করবেন বলে অনুমান করা হচ্ছে। তার এই সফর চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর নিজের ফেসবুকে পাক সফরের বিষয়ে জানিয়েছিলেন জাকির নায়েক।