উপত্যকায় জঙ্গি হামলায় চিনা অস্ত্র! গোয়েন্দাদের রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
Chinese weapons in terrorist attacks in the valley! Sensational claims in the intelligence report

The Truth Of Bengal: ভারতে হামলাকারী পাকিস্তানের জঙ্গিরা আমেরিকার তৈরি অস্ত্রের পাশাপাশি চিনের তৈরি অস্ত্রও প্রচুর পরিমাণে ব্যবহার করছে। ভারতীয় সেনার একাধিক গোয়েন্দা রিপোর্টে এমনটাই বলা হয়েছে। উপত্যকায় পাক জঙ্গিদের হামলা যখন নতুন করে বাড়ছে, তখন এমন রিপোর্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
উপত্যকায় জঙ্গি হামলার পর এখনও থমথমে এলাকা। এরই মাঝে ভারতীয় সেনার গোয়ন্দা রিপোর্টে চাঞ্চল্যকর দাবি। আসলে ভূস্বর্গে নাশকতার নেপথ্যে পড়শি দেশ পাকিস্তানের ভূমিকার কথা উঠে এসেছে বার বার। জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় এবার চিনা সংযোগ সামনে এল। ভারতীয় গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে , নাশকতা চালাতে এবং পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতে যে সমস্ত অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম ব্যবহার করছে জঙ্গিরা, সেগুলি মূলত চিনে তৈরি। চিনে তৈরি অস্ত্রশস্ত্র এবং সরঞ্জামের ব্যবহারের লাগাতার বৃদ্ধিও চোখে পড়ছে বলে জানা গিয়েছে। আর তাতেই অশনি সঙ্কেত দেখছে ভারতীয় গোয়েন্দারা। সূত্রের খবর, জইশ ও লস্করের মত সংগঠনগুলির হাতে রয়েছে চিনা অস্ত্র, বডিসুট ক্যামেরা। চিনের তৈরি একাধিক ডিভাইসও তাদের হাতে রয়েছে।
এদিকে চিনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যথেষ্ট ভাল। বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি দুই দেশের মধ্যে একাধিক সামরিক চুক্তিও হয়েছে। তারই ভিত্তিতে চিন পাকিস্তানকে ড্রোন, হ্যান্ড গ্রেনেড সরবরাহ করেছে। একাধিক অস্ত্রও সরবরাহ করেছে। এবার সেই জাতীয় অস্ত্রগুলিই ব্যবহার করছে পাক জঙ্গিরা। রিপোর্টে বলা হয়েছে , জঙ্গিদের হাতে যে চিনা অস্ত্র ছিল তার অকাট্য প্রমাণ রয়েছে। এমনকি জঙ্গিরা যোগাযোগের জন্য ব্যবহার করছে এনক্রিপ্ট করা মেসেজিং ডিভাইস। সেগুলিও চিনের তৈরি। সূত্রের খবর, পাকিস্তানে সেনা বাহিনী চিনের কাছ থেকে নিয়মিত অস্ত্র, ক্যামেরা, কিনছে। কিন্তু সব চিনা অস্ত্র পাক সেনার অস্ত্রাগারে যায় না। অধিকাংশই ঘুরপথে চলে আসে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির হাতে। তা নিয়েই তারা হামলা করে ভারতে। এছাড়াও রিপোর্টে আরও বলা হয়েছে, পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে এমন বহু জঙ্গির হাতেই চিনা প্রযুক্তিতে তৈরি স্নাইপার বন্দুকও দেখা গেছে। এমনকি পাক জঙ্গিরা ভারতীয় সেনার বিরুদ্ধে চিনা স্নাইপার বন্দুক ব্যবহার করেছে বলেই খবর। পাশাপাশি সাইবার যুদ্ধে পাকিস্তানের পাশে রয়েছে চিন। ফলে গোয়েন্দা রিপোর্টে যে তথ্য সামনে এসেছে তাতে রীতিমতো আঁতকে উঠছে ভারতবাসী।
Free Access