আন্তর্জাতিক

মাথাচাড়া দিচ্ছে চিনের নতুন ভাইরাস, এবার এই নিয়ে মুখ খুলল চিন

China's new virus is causing a stir, now China has opened its mouth about it

Truth Of Bengal : ফের নতুন ভাইরাস মাথাচাড়া দিয়েছে চিনে। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে গোটা বিশ্বজুড়ে। এতদিন পর্যন্ত চিন  এই ভাইরাস সংক্রান্ত কিছু বিষয়ে‌ মুখ খুলছিল না। তবে এবার এ নিয়ে মুখ খুলল চিন । যেভাবে চিনের একাধিক হাসপাতালে রোগীদের ভিড় দেখানো হয়েছে সেই বিষয়টি নিয়ে চিনের স্বাস্থ্য দপ্তর জানিয়ে দিল তাদের মতামত। চিনের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে হাসপাতালে যতই ভিড় হোক তবে সেটা ভয়ের কোন কারণ নেই।

চিনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে শীতকালে এলেই তিনি এই ধরনের নানা রোগ দেখা দেয়। এর আগেও হয়েছে এইরকম। সঠিক ওষুধ প্রয়োগের মাধ্যমেই তারা রোগীদের সুস্থ করে তুলেছেন। এখনো মানুষের মনে কোভিড ১৯-এর সেই ক্ষত দাগ তাজা হয়ে আছে। মানুষ মাঝেমধ্যেই ভয় পান আবার কি সেই ভয়ের আবহাও তৈরি হবে? চিনে যে ভাইরাসের  দাপাদাপি বাড়ছে সেই ভাইরাসের নাম হল হিউম্যান মেটানিউমো ভাইরাস। এই ভাইরাসে মূলত আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্ক মানুষেরা।

বিগত বছরেও এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অনেকেই তবে বছরে শুরুতেই এই ভাইরাসে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা বেশি। যারা এখন থেকেই এই ভাইরাস নিয়ে আতঙ্ক করছেন তাদের চিন্তার কোন কারণ নেই বলেই জানিয়েছে চিনের সরকার। এই বিষয়ে চীন যথেষ্ট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এখন থেকেই। তবে চীনের দেওয়া বিবৃতিতে একাধিক প্রশ্ন উঠছে। চিনের দাবি ভয়ের কোন কারণ নেই, বিদেশি পর্যটকদের জন্য সম্পূর্ণ নিরাপদ চিন। তবে কি ২০২০ সালের মতো এবারও চিন সত্য গোপনে মরিয়া হয়ে উঠেছে?

এর আগে কোভিড ১৯ সংক্রমণের খবর  গোপনে রেখেছিল জিনপিংয়ের দেশটি। ২০২০ সালে করোনা ভাইরাস যখন চিনকে গ্রাস করেছিলও সেই সময়ও চিনের পরিস্থিতি এতটুকু বাইরে আসতে দেয়নি দেশটির প্রশাসন। সে দেশের সরকার নানা কূটনৈতিক স্তর অবলম্বন করে মৃতদের তথ্য প্রকাশ্যে আসতে দেয় না। সে সময় বন্ধ করে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়া। সমস্ত তথ্য আদান-প্রদানও ছিল বন্ধ। তবে কি ফের এবার সেই পথেই হাঁটতে চলেছে চিন? এই ঘটনায় আবারও বিশ্বের স্বাস্থ্য ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত গবেষকরা।

Related Articles