
Truth Of Bengal: চিনের প্রেসিডেন্ট সি জিন পিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বলেছেন, চিন ও ভারতের আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করা উচিত। দুই দেশের সম্পর্ক ‘ড্রাগন-হাতির ট্যাঙ্গো’ নৃত্যের রূপ নেওয়া উচিত। মঙ্গলবার দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শুরুর ৭৫ তম বার্ষিকীতে চিন ও ভারতের প্রেসিডেন্টের পক্ষ থেকে পারস্পরিক অভিনন্দন বার্তা বিনিময় করা হয়।
অভিনন্দন বার্তায় সি বলেছেন, প্রতিবেশীদের শান্তিপূর্ণভাবে সহাবস্থানের উপায় খুঁজে বের করা উচিত। সি আরও বলেন, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় আরও গভীর করতে এবং সীমান্ত এলাকায় যৌথভাবে শান্তি রক্ষা করতে প্রস্তুত তাঁর দেশ।