আবারো অতি ভারী বৃষ্টি সহ ভূমিধসের সম্ভাবনা সিলেটে
Chance of landslides again with very heavy rain in Sylhet

The Truth of Bengal: বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়ে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় বাংলাদেশের সিলেটে অতি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে ওই সময়ে সিলেট এলাকার পাহাড়ে ধসের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তরের দেওয়া ওই সতর্ক বার্তাতে আরো বলা হয়েছে, দেশের উপর মৌসুমী বায়ু চলাকালীন সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় সকাল এগারোটা থেকে প্রায় ৪৮ ঘণ্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এমনকি অতি ভারী বৃষ্টির কারণে সিলেট এলাকার বিভিন্ন পাহাড়ি জায়গায় ভুমিধসেরও সম্ভাবনা রয়েছে।
মে মাসের ২৭ তারিখ সিলেটে বন্যার সৃষ্টি হয়, দুই সপ্তাহের বন্যায় জেলার প্রায় ১০ লক্ষের বেশি মানুষ জলমগ্ন ছিলেন। ২৭ মে-র বন্যার জল নামার আগেই ১৫ জুন আবার বন্যার সম্মুখীন হয় সিলেট। এরপর বিগত কয়েকদিন সিলেটের বন্যা পরিস্থিতি বেশ ভয়াবহ ছিল, তারপরে ধীরে ধীরে জলের পরিমাণ কমতে শুরু করে। কিন্তু এবার ৩০ জুন আরো একবার সিলেট বন্যা পরিস্থিতির শিকার হয়। বর্তমানে প্রায় ৫ লক্ষ মানুষ জলমগ্ন এলাকায় বদ্ধ হয়ে রয়েছে।