আন্তর্জাতিক

‘আর জি করের মতো ঘটনা আরও হওয়া উচিত’, দেখুন কী লিখছেন এই ব্যক্তি!

canada man says more cases like rg kar should happen

Truth Of Bengal: ‘আর জি করের মতো ঘটনা আরও হওয়া উচিত’। এমনই অনভিপ্রেত মন্তব্য করে বসলেন কানাডার বাসিন্দা এক ভারতীয়। ভাগ্যেশ প্যাটেল নামে ওই ব্যক্তি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, মেয়েদের মধ্যে ভয় ঢোকাতে আর জি করের মতো ঘটনা আরও হওয়া উচিত। সম্প্রতি বেশকিছু ঘটনা সামনে এসেছে যেখানে স্বামীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। তার প্রেক্ষিতেই এমন মন্তব্য করেছেন ভাগ্যেশ ।

ভাগ্যেশ আরও লেখেন, ‘আগামী চার বছরে আর জি করের মতো ৪০০ ঘটনা হওয়া উচিত। তবে হয়তো মেয়েদের মনে ভয় ঢুকবে। এটাই আমি চাই’। তিনি জানান, যতদিন এভাবে মিথ্যে অভিযোগ দায়ের করবেন মবিলারা, ততদিন অভিযুক্তদের হয়েই আওয়াজ তুলবেন তিনি। সুপ্রিম কোর্টকে আমি এর আঘেও চ্যালেঞেজ করেছি, পারলে আমায় আঠকে নিন।

ভাগ্যেশ এই পোস্টের নিন্দায় সরব হয় বিভিন্ন মহল। তাঁর বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইতিমধ্যেই রিপোর্ট করা হয়েছে।

Related Articles