আন্তর্জাতিক
Trending
আবারও পাকিস্তানে রক্তক্ষরণ, নিহত হন দুজন পুলিস কর্মী
Bloodshed again in Pakistan, two police personnel were killed

The Truth Of Bengal: তিনদিনের মাথায় আবারও পাকিস্তানে রক্তক্ষরণ। ঘটনাস্থল খাইবার পাখতুখোয়া। শুক্রবার আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত হন দুজন পুলিস কর্মী। ঘটনায় বেশকয়েকজন আহত হয়েছেন। দুস্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
চলতি সপ্তাহের মঙ্গলবার ইসমাইল খান শহরের একটি থানা ও সেনাঘাঁটিতে হামলা চালায় জঙ্গিদের একটি দল। নিরাপত্তা বলয় ভেঙে জঙ্গিরা সেখানে ঢুকে পড়ে। পুলিশকে লক্ষ করে চলে গুলি। ওই হামলার ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ২৩ জন। আহতের সংখ্যা কমপক্ষে ২৮। সেই হামলার দায় অবশ্য স্বীকার করে নেয় তেহরিক ই জেহাদ পাকিস্তান। মাঝে কেটে গিয়েছে ২টো দিন। তিনদিনের মাথায় পাকিস্তানে আবারও হামলার ঘটনা ঘটল।
Free Access