আন্তর্জাতিক

মার্কিন সামরিক বাহিনীর বড় ভুল! নিজেদের যুদ্ধবিমানই ভূপতিত

Big mistake in the United States! Their fighter plane crashed

Truth Of Bengal: মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা রবিবার ভোরে ভুলবশত লোহিত সাগরের ওপরে নিজেদের একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপতিত করেছে। যুদ্ধবিমানটিতে দু’জন পাইলট ছিলেন। গুলিতে ভূপতিত হওয়ার সময় উভয় পাইলটই যুদ্ধবিমানটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, স্পষ্টত প্রতীয়মান নিজেদের ছোড়া গুলির (ফ্রেন্ডলি ফায়ার) ঘটনার পর দু’জন পাইলটকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুসারে, ভূপতিত হওয়া এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানটি মার্কিন নৌবাহিনীর। মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান থেকে যুদ্ধবিমানটি উড়েছিল। সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়, হ্যারি এস ট্রুম্যানের নিরাপত্তা বহরে থাকা ক্ষেপণাস্ত্র ক্রুজার গেটিসবার্গ ভুলবশত ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা যুদ্ধবিমানটিকে আঘাত করে। মার্কিন বাহিনী ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি মিলিশিয়াদের সঙ্গে যুদ্ধ করার সময়

এক বছরের বেশি সময় ধরে নানামুখী সামরিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হয়ে উঠেছে লোহিত সাগর। ২০২৩ সালের ৭ অক্টোবর প্যালেস্তাইনের গাজায় নির্বিচার হামলা শুরু করে ইজরায়েল। এর প্রতিবাদে, গাজাভিত্তিক প্যালেস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সমর্থনে লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। হুতি বিদ্রোহীদের মোকাবিলায় অঞ্চলটিতে তৎপর রয়েছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা শনিবার লোহিত সাগরের ওপর হুতি ড্রোন-ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এ ছাড়া তারা ইয়েমেনের সানায় হুতিদের কমান্ড-অ্যান্ড-কন্ট্রোলে হামলা চালিয়েছে। হুতিদের ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারেও হামলা চালানো হয়েছে।

Related Articles