Big Breaking : ভয়াবহ ঘূর্ণিঝড় ও প্রবল বৃষ্টিতে তছনছ ব্রাজিল, মৃত শতাধিক, ক্ষতিগ্রস্ত ১ লক্ষের বেশি বাড়ি
Big Breaking: Brazil is devastated by a terrible cyclone and heavy rain, more than 100 dead, more than 100,000 houses damaged

The Truth Of Bengal : ভয়াবহ ঘূর্ণিঝড় প্রবল বৃষ্টিতে তছনছ ব্রাজিলের (Brazil) একাধিক এলাকা। এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের দাপটে ব্যাপক প্রভাব পড়েছে ব্রাজিলের (Brazil) ৪৯৭ টি শহরের মধ্যে ৪১৪ টি শহরেই। আর্জেন্টিনা ও উরুগুয়ে সীমান্তবর্তী একাধিক এলাকায় ঘরবাড়ি গাছপালা তছনছ হয়ে গিয়েছে। ঘরের কবলে পড়ে বহু কৃষি খামার শেষ হয়ে গিয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ব্রাজিলে এই ভয়াবহ ঘূর্ণিঝড় প্রবল বৃষ্টিতে ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এক লক্ষের বেশি ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত। গোটা দেশজুড়ে হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। মাথা গুজার বাসস্থান ধ্বংস হয়ে গিয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে। তার মধ্যে খাদ্য ও পানীয়র অভাব। পরিস্থিতি সামাল দিতে দেশের প্রশাসন সেনাবাহিনী নামিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চলছে। ধ্বংসস্তূপের মধ্যে আরো বহু মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রাজিলের (Brazil) সরকারি সূত্রে জানা গিয়েছে, দেশের প্রশাসন সাধারণ মানুষের এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে।
দক্ষিণ ব্রাজিলের (Brazil) রিও গ্রান্ডে দোসুল রাজ্যে এক সপ্তাহের বেশি সময় ধরে একনাগারে বৃষ্টি চলছে। সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে বৃষ্টি অন্যদিকে ঘূর্ণিঝড়, বিপর্যস্ত দক্ষিণ ব্রাজিল। দেশের সমস্ত নদীতে জল বিপদসীমার উপর দিয়ে বইছে। নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি কাটিয়ে ওঠা কঠিন জানিয়েছে সে দেশের প্রশাসন। গত কয়েক দশকের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে ব্রাজিলে, সেখানকার আবহাওয়া দপ্তরের দাবি।