অ্যাম্বুলেন্স থেকে টোল নেওয়া নিষিদ্ধ ঘোষণা করলো বাংলাদেশ হাইকোর্ট
Bangladesh High Court has declared ban on taking toll from ambulances

The Truth Of Bengal: ওপার বাংলার হাইকোর্টের নয়া নির্দেশ জারি! বাংলাদেশের হাই কোর্টের তরফ থেকে সড়ক-মহাসড়ক ও সেতু-ফ্লাইওভারে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলির থেকে টোল না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১২ আগস্ট সোমবার হাইকোর্টের বিচারপতি মো. বজলুর রহমান এবং বিচারপতি শেখ হাসান আরিফ তাদের হাইকোর্ট বেঞ্চে এ নির্দেশ দেন। অ্যাডভোকেট মো. মনির উদ্দিন এর আগেও সেতু, ফ্লাইওভার টানেল, সড়ক, মহাসড়ক, ফেরি ও এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স থেকে টোল না নেওয়ার বিষয়ে আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদনে তিনি কোন সাড়া পাননি। সেকারণে, এবার আবার তিনি মামলা দায়ের করেন।
আইনজীবীর সেই আবেদনে বলা হয়, ক্রমাগত অ্যাম্বুলেন্স থামিয়ে টোল আদায় করা হচ্ছে। বর্তমান সভ্যসমাজের জন্য মানবতাবিরোধী অপরাধের সমান এই কাজ। অসুস্থ রোগীদের জন্য প্রত্যেক সেকেন্ড অতি মুল্যবান। কিন্তু এই টোল আদায়ের মতো অপরাধের ফলে মিনিটের পর মিনিট নষ্ট হচ্ছে রুগী ও অ্যাম্বুলেন্সের। যার জেরে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই প্রাণ হারাচ্ছে রুগী। অনেক ক্ষেত্রে আবার আটকে পড়ার কারণে অ্যাম্বুলেন্স রোগীর কাছে পৌঁছানোর আগেই রোগী প্রাণ হারাচ্ছে। অথচ মানুষের সুস্থ্যতার জন্য, প্রাণ বাঁচানোর জন্য হাসপাতালগুলোতে স্বাস্থ্যমন্ত্রণালয় কোটি কোটি টাকা খরচ করে চলেছে।