
The Truth of Bengal: ইউরোপ থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশ গেলেন ইউরোপের বছর ৩০ এর এক যুবক। জন্ম তার ইউরোপ হলেও তার মা বাবা জন্মস্থান ছিল বাংলাদেশ। বাবা মায়ের মুখে বাংলাদেশের কথা শুনতেন তিনি শৈশব থেকেই। গল্প শুনতে শুনতে নাবিল ইসলামের বাংলাদেশ ভ্রমণের প্রতি আগ্রহ জন্মায়। তার ইচ্ছে ছিল তার মা বাবার ভিটে মাটি ঘুরে দেখার।
সেই দীর্ঘদিনের ইচ্ছে পূরণের জন্য বড় হতেই সাইকেল নিয়ে তিনি পাড়ি দিলেন বাংলাদেশে। তিনি জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে তার রক্তের সম্পর্ক। নাবিল বলে এখনও তার অনেক আত্মীয়স্বজন বাংলাদেশে থাকে। নাবিল জন্মগ্রহণ করেন ফ্রান্সে। ছেলে বেলা থেকেই সাইকেলে করে দেশ বিদেশে ঘোরার ইচ্ছে ছিল তার। বাংলাদেশ যাওয়ার জন্য একটু একটু করে টাকা সঞ্চয় করতে থাকে নাবিল।
সাড়ে ৯ মাস আগে বাংলাদেশের উদ্দেশ্যে ফ্রান্স থেকে রওনা দিয়েছিলেন তিনি। ইউরোপ ও এশিয়া জুড়ে ১২ টি দেশ ভ্রমণ করে অবশেষে বাংলাদেশ পৌঁছেছেন তিনি। বাংলাদেশের সিলেটে কিছু দিন থেকে তিনি চলে যান ঢাকায়।তবে তিনি জানিয়েছেন পুরো রাস্তা সাইকেলে করে আসেননি। বিমান এবং জাহাজেও কিছুটা পথ অতিক্রম করেন তিনি।