বন্যার্তদের সাহায্য করতে ২৩ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
Bangladesh Central Bank is giving 23 crores to help the flood victims

Truth Of Bengal: বন্যা কবলিত মানুষদের সাহায্য করতে এগিয়ে এলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। বন্যার্তদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৩ কোটি টাকা দিতে চলেছে ওদেশের কেন্দ্রীয় ব্যাংক। এই টাকার মধ্যে যোগ রয়েছে বাংলাদেশ ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের বেতন যে অর্থের সংখ্যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি টাকা।
এর সাথে কোটা আন্দোলনের জেরে নিহত-আহতদের পরিবারের সহায়তার জন্য গঠিত ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে আরও পাঁচ কোটি টাকা তহবিলে জমা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রিয় ব্যাঙ্ক। জানা গিয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে এই অর্থ দেওয়ার হবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।
কোটা সংস্কার সংক্রান্ত আন্দোলনের জেরে নিহত হয়েছেন বাংলাদেশে শতাধিক মানুষ। দৃষ্টিশক্তি হারিয়েছেন প্রায় চার শতাধিক মানুষ। এ বিষয়ে নিশ্চিত করেছেন ওপার বাংলার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি জানান, এই আন্দোলনের জেরে যারা মারা গিয়েছেন তাদের পরিবারের সমস্ত দায়দায়িত্ব সরকারের। আর আহত হওয়া ব্যক্তিদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেবেন সরকার।
এ বিষয়ে নূরজাহান বেগম বলেছেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে ৪০০ জনের উপরে ছাত্র-জনতা দৃষ্টিশক্তি হারিয়েছেন। অনেকের এক চোখ অন্ধ হয়ে গেছে, অনেকে দুই চোখেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমেরিকার সেবা নামক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। যাদের চোখ অন্ধ হয়ে গেছে বা চোখে সমস্যা দেখা দিয়েছে, আমরা সেবা ফাউন্ডেশনকে তাদের তালিকা পাঠিয়েছি।”