উত্তরের প্রত্যুত্তর হিসেবে হামলা ! ইরানে আঘাত হানল ইজরায়েল
Attack in response to the answer! Israel attacked Iran

The Truth of Bengal : উত্তরের জবাব দিল এবার ইজরায়েল। ইরানের উপর হামলা চালাল ইজরায়েল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার ভোরে ইরানের উপর আক্রমণ চালিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী। অপরদিকে, বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র দ্বারা হামলা চালানোরও অভিযোগ উঠছে।
সূত্রের খবর অনুযায়ী, ইসফাহান এলাকাতেই রয়েছে নাতাঞ্জ-সহ ইরানের কয়েকটি পরমাণু গবেষণা এবং ইউরেনিয়াম পরিশোধন কেন্দ্র। ইরান সরকার ইজ়রায়েলি হামলার কথা স্বীকার করে কয়েকটি ড্রোনকে গুলি করে ধ্বংসের দাবি করেছেন। অপরদিকে, গত শনিবার ইজরায়েলের উপর হামলা চালিয়েছিল ইরান। প্রায় ৩০০টির বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দ্বারা হামলা চালানো হয় বলে জানা যায়। এই নিয়ে অবশ্য ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, ইজরায়েল কোনোভাবেই চুপ থাকবে না। তারা হামলা চালাবেই। আর তার ফলস্বরূপ, এবার হামলা চালানোয় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করল বলেই মনে করা হচ্ছে।