
The Truth of Bengal: ফের বন্দুক বাজের হামলা মার্কিন মুলুকে। গুলি চলার ঘটনা লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ের। আমেরিকায় একের পর এক বন্দুকবাজের হামলার ঘটনা বেড়েই চলেছে। হামলার জেরে মৃত্যু হয়েছে ৩ পড়ুয়ার আহত আরও এক তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আহত পড়ুয়ার অবস্থা অতন্ত্য আশঙ্কা জনক। পুলিশের দাবি এই হামলায় নিহত হয়েছে হামলাকারীও। সকালে শীতের রোদ ঝলমলে আবহাওায় হঠাৎ করেই বিশ্ববিদ্যালয় চত্বরে এলোপাথাড়ি গুলির আওয়াজ শোনা যায়। গুলির আঘাতে একের পর এক পড়ুয়া মাটিতে লুটিয়ে পরে। মৃতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। এমনকি ওই দুষ্কৃতি পুলিশের গুলিতে নিহত হয়েছে নাকি নিজেই আত্মহত্যা করেছে সেই বিষয়েও ধোঁয়াশা রয়েছে।
লাস ভেগাস পুলিশ জানিয়েছেন ওই আততায়ী বিশ্ব বিদ্যালয়ের ভিতরে ঢুকে প্রায় ৭ থেকে ৮ টির মত গুলি চালায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে নেভাদা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে। পুলিশ ও বিশ্ব বিদ্যালয়ের কতৃপক্ষের তরফে সকল পড়ুয়াদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে।