আন্তর্জাতিক
Trending

মুখোমুখি দুই পুতিনে হতবাক নেটমহল, সাক্ষাৎকারে AI …….

Artificial Intelligence Interview with Putin

The Truth Of Bengal: একি! জমজ পুতিন নাকি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও এমনই প্রশ্ন উস্কে দিচ্ছে নেটিজেনদের মধ্যে । এক পুতিন কে আরেক পুতিনের সাক্ষাৎকার নিতে দেখা গেল সেই ভিডিওতে। আসলে এক জন হলেন পুতিনের আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স মডেল । সেই এআই জেনারেটেড পুতিন রুশ প্রেসিডেন্ট পুতিন কে এআই সম্পর্কে তাঁর কি ধারনা সেই প্রশ্ন করেন।

একি আশ্চর্য কাণ্ড। মুখোমুখি দুই পুতিন।  অবিকল একই রকম দেখতে , একই রকম গলার স্বর। এক পুতিন আরেক পুতিনের ইন্টারভিউ নিচ্ছেন। নকল পুতিনকে দেখে আসল পুতিনের পাশাপাশি হতবাক গোটা বিশ্ব। আসলে নকল পুতিন হল পুতিনের আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স। বর্তমানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স নিয়ে শোরগোল পরে গিয়েছে গোটা বিশ্বে । কর্মসংস্থান থেকে শিক্ষাকেন্দ্র সব ক্ষেত্রেই এ আই এর ব্যবহার চলছে রমরমিয়ে। এ আই এর যেমন ভালো দিক রয়েছে তেমনি আবার খারাপ দিক ও আছে। কম সময়ে , কম ব্যায়ে অধিক কাজ করার সুযোগ যেমন এনে দিচ্ছে এ আই তেমনি আবার বহু মানুষের চাকরির ক্ষেত্রেও থাবা বসিয়েছে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স।

ইতিমধ্যেই পুতিনের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই প্রশ্ন উত্তর পর্বে এ আই পুতিনকে প্রশ্ন করে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স সম্পর্কে পুতিনের কি ধারনা রয়েছে। পুতিন সামনে তার মতনই একজনকে দেখে প্রথমে অবাক হয়ে কিছুক্ষণ দেখতে থাকে এবং তাকে উত্তর দেয় রুশ দেশে পুতিন একটাই আছে আর থাকবে সেটা হচ্ছে তিনি নিজেই। এআই পুতিন তাঁর মত দেখতে হতে পারে তাঁর মত কথা বলতে পারে কিন্তু তাঁর মত একজন যোগ্য রুশ প্রেসিডেন্ট হয়ে উঠতে পারবেনা।

Free Access

Related Articles