ফের পণ্যবাহী ট্রলারে গুলিবর্ষণ, চলতি সপ্তাহে দ্বিতীয় বার
Another shooting at cargo trawler, second time this week

The Truth Of Bengal : টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাওয়া পথে একটি পণ্যবাহী ট্রলারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। জানাগিয়েছে শনিবার দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটেছে নাফ নদীর বদরমোকাম মোহনায় নাইক্ষ্যংদিয়া নামক এলাকায়। এতে কোনো হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ট্রলারটির বিভিন্ন স্থানে সাতটি গুলি লেগেছে বলে দাবি করেছেন ট্রলারের মালিক। জানাগিয়েছে, নাফ নদীর ওপারে মায়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া থেকে গুলি ছোড়া হয়েছে। তবে বাংলাদেশি ট্রলারটিতে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গুলি চালিয়েছে কিনা তা নিশ্চিত ভাবে জানা যায়নি।
জানা গিয়েছে, কায়ুকখালীয়া খাল থেকে বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী ভর্তি করে এসবি রাফিয়া চারজন মাঝিসহ সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেন। প্রায় দেড় ঘণ্টা পর ট্রলারটি টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথের বদরমোকাম এলাকায় পৌঁছালে মায়ানমারের নাইক্ষ্যংদিয়া থেকে ট্রলারের দিকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। তখন ট্রলারে থাকা অপর মাঝিমাল্লা শুয়ে পড়েন। এ সময় এসবি রাফিয়াকে লক্ষ্য করে ২০-৩০টি গুলি বর্ষণ করা হয়। পরে ট্রলারটির চালক মোহাম্মদ বেলাল সেটি ঘুরিয়ে নিয়ে শাহপরীর দ্বীপ জেটিতে নোঙর করেন। গুলি চালোর ঘটনা এই প্রথম নয়।
গত বুধবার রাতে সেন্ট মার্টিন দ্বীপ থেকে উপজেলা পরিষদের নির্বাচনের স্থগিত কেন্দ্রের নির্বাচনী আধিকারিক ও সরঞ্জাম নিয়ে ফেরার সময় একই ট্রলার লক্ষ্য করে শতাধিক গুলিবর্ষণ করা হয়েছিল। ওই ঘটনায় কেউ হতাহত হননি। সেই ঘটনার ৩দিন জেতে না জেতেই শনিবার আবারও ওই ট্রলারে পণ্য নিয়ে সেন্ট মার্টিনে যাওয়ার সময় মায়ানমারের উপকূল থেকে ট্রলারে ২০ থেকে ৩০টি গুলি করা হয়। পরে ট্রলারটি নিরাপদ আশ্রয়ের জন্য শাহপরীর দ্বীপ জেটিতে এনে নোঙর করা হয়েছে।