আন্তর্জাতিক

আবারো জাপানে ভূমিকম্পের আঘাত, জারি সুনামি সর্তকতা

Another earthquake hits Japan, tsunami warning issued

Truth Of Bengal : ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জাপানের ইজু দ্বীপপুঞ্জের কাছে ৫.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আছড়ে পড়েছে। মঙ্গলবার এক সংবাদ সংস্থা তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার দিন শক্তিশালী এই ভূমিকম্প হ‌ওয়ার পর জাপানের আবহাওয়া সংস্থা টোকিওর দক্ষিণে দূরবর্তী দ্বীপপুঞ্জগুলিতে সুনামির সর্তকতা জারি করেছে। তবে দূরবর্তী ওই দিপুঞ্জগুলিতে তেমন ভূমিকম্প অনুভব হয়নি, এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা আহতেরও খবর পাওয়া যায়নি। এর সাথে ওই আবহাওয়া সংস্থা আরও জানায় যে, হাচিজো দ্বীপের প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণে এই অফশোর ভূমিকম্পটি ঘটেছে যেটা টোকিও থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

জেএমএ জানিয়েছে, হাচিজো দ্বীপের ইয়ান জেলায় প্রায় ৫০ সেন্টিমিটার সুনামি সনাক্ত করা হয়েছে। এর সাথে বলেছে দূরবর্তী দ্বীপপুঞ্জ থেকে এই ভূমিকম্পের তীব্রতার কোন তথ্যই পাওয়া যায়নি।

দেশের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, হাচিজো দ্বীপের বাসিন্দারা জানিয়েছেন যে ভূমিকম্পের কম্পন তারা বুঝতেই পারেনি, তবে তারা সুনামির সতর্কবার্তা শুনেছেন। উল্লেখ্য, ভূমিকম্প ও সুনামি প্রবণ দেশগুলির মধ্যে জাপান অন্যতম। এখানে প্রায় একের পর এক প্রাকৃতিক দুর্যোগ ঘটতেই থাকে।

Related Articles