বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বাদ পড়বে আমেরিকা? নয়া প্রেসিডেন্ট আসার পর উসকে দিল জল্পনা
America will be excluded from the World Health Organization? After the arrival of the new president, the speculation was fueled

Truth Of Bengal : বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে আমেরিকা? এমনই আভাস দিচ্ছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই শপথ গ্রহণের পর এই নিয়ে আদেশ দিয়েছেন নতুন প্রেসিডেন্ট।
সম্প্রতি আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর শপথ নিতেই তিনি বেশ কিছু নিয়ম বা আদেশ স্বাক্ষর করেন। আর এই আদেশ গুলির মধ্যেই রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার আদেশ। এ বিষয়ে ট্রাম্প জানিয়েছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অন্যান্য দেশের চাইতে আমেরিকা বিপুল পরিমাণে অর্থ প্রদান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। আর এবার থেকে তিনি চলে আসার পর তা আর হতে দেবে না।
Donald Trump has signed an executive order to withdraw the United States from the World Health Organization (WHO). pic.twitter.com/d6XpfgA5Oe
— Pop Base (@PopBase) January 21, 2025
কেবল এখনই নয় এর আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্পর্কে তিনি তীব্র মন্তব্য করেছিলেন। এর আগে ২০২০ সাল অব্দি ক্ষমতায় ছিলেন ট্রাম্প, সেই সময়ও তিনি আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকাকে বের করে এনেছিল। সেই সময়ই বিশ্ব জুড়ে চলছিল মহামারী আবহ। ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকেই জল্পনা ছিল তিনি ফের আমেরিকা কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের করে আনবেন। আর সেই জল্পনাই এবার সত্যি হবার পথে।